No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভেবেছিলেন আইনজীবী হবেন, কিন্তু রং মেখে মঞ্চে দাঁড়াবার লোভ আর পিছু ছাড়ল না

    ভেবেছিলেন আইনজীবী হবেন, কিন্তু রং মেখে মঞ্চে দাঁড়াবার লোভ আর পিছু ছাড়ল না

    মাধ্যমিক দিয়ে আসানসোল থেকে সপরিবারে কলকাতায় আসেন অভিনেতা শ্রমণ চট্টোপাধ্যায়। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। নয়/দশ বছর বয়সে শ্রমণের মা তাঁকে গ্রুপ থিয়েটারে ভর্তি করে দেন। প্রথমদিকে ইচ্ছা ছিল আইনজীবী হবেন। কিন্তু রং মেখে আলোয় দাঁড়াবার লোভ ও তাড়া আর পিছন ছাড়ল না। কলেজ জীবনে ইংরেজি থিয়েটার দিয়ে কাজ শুরু হয় শ্রমণের। এর মধ্যেই বিখ্যাত প্রযোজনা ‘রক্তকরবী’তে কিশোর চরিত্রে অভিনয়। ইংরেজি আর হিন্দি থিয়েটার করতে করতেই সুযোগ আসে বাংলা নাটকে। স্নাতকোত্তর পড়াকালীন প্রায় চলতি ছয়টা নাটকে অভিনয় করেন, যদিও বিশেষ দর্শকসৌভাগ্য হয়নি। সেইসব নাটকের আয়ুকাল আর কলেজজীবন একত্রে শেষ হল। বেশ কিছু বছর পর দেওয়ালে পিঠ ঠেকায় থিয়েটার নির্দেশনার দিকে মন দিলেন শ্রমণ। জন্ম হল বাংলা রঙ্গমঞ্চের সাড়াজাগানো ‘বুকঝিম এক ভালোবাসা’র। ছবি করে পাওয়া টাকা, আর ঘনিষ্ঠ প্ররোচকদের আর্থিক ও মানসিক সহায়তায় মঞ্চস্থ হল ‘বুকঝিম’। এই নাটক মঞ্চস্থ হওয়ার আগে কলকাতায় হিন্দি, ইংরেজি ও বাংলা মিলিয়ে ১৪টি নাটকে কাজ করেছেন। 

    তারপর এক এক করে কাজ করেছেন ‘সান্ধ্য-সংলাপ’, ‘ভাদ্রজা’-সহ বেশ কয়েকটি থিয়েটার প্রযোজনায়। পাশাপাশি নজর কেড়েছেন আশিস অভিকুন্তকের ‘মেঘনাদবধকাব্য’, সুদীপ্ত রায়ের ‘কিয়া অ্যান্ড কসমস’ প্রভৃতি চলচ্চিত্রে। কাজ করেছেন নাসিরুদ্দিন শাহ্‌, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘দেবতার গ্রাস’ ছবিতেও। এর আগেও বঙ্গদর্শনকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রমণ বলেছিলেন, “এত ছোটো থেকে অভিনয় করছি যে প্রিয় চরিত্র নিয়ে কখনও ভাবিনি। যা যা চরিত্র পাব সেগুলো দর্শকের প্রিয় হয়ে থাকুক বরং। আসলে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যেখানে আমার মতো চেহারার একজন মানুষ পর্দায় এবং মঞ্চে অভিনয় করছে, সেটাই খুব অপ্রত্যাশিত৷ যা যা চরিত্র পাব সেগুলো স্বপ্নের মতো করে করার চেষ্টা করব।” এবার শ্রমণের আসানসোল-কলকাতা-মুম্বাই জীবনের আরাম এবং দ্বন্দ্বের গল্প বললেন বঙ্গদর্শনকে। 

    সেইসঙ্গে আজ থেকে শুরু হল বঙ্গদর্শনের নতুন বিভাগ ‘ইয়ং বেঙ্গল’ (Young Bengal)। এই বাংলায় ছড়িয়ে থাকা তরুণ শিল্পীদের নিজের কথা বলার নিজস্ব ফোরাম। তাঁরা নিজেরাই বলবেন তাঁদের জার্নির গল্প। উঠে আসবে নানা ভাবনা, নানা বিস্ময়।

    *তরুণ শিল্পীদের জানানো হচ্ছে, আপনারা যদি আপনার কর্মকাণ্ডের দিক বঙ্গদর্শনের মাধ্যমে তুলে ধরতে চান, তাহলে ইমেল মারফত যোগাযোগ করতে পারেন- sumansadhu.bongodorshon@gmail.com 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @