No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন শিলিগুড়ির যুবকেরা  

    আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন শিলিগুড়ির যুবকেরা  

    Story image

    নুন আনতে পান্তা ফুরোয়। বাবা সেলুন কর্মী, ভাই পাইপ মিস্ত্রি। আর তিনি  নিজে মার্বেল মিস্ত্রি। তবুও এরমধ্যে অদম্য ইচ্ছাশক্তির জোরে পাওয়ার লিফটিং চালিয়ে গিয়েছেন শিলিগুড়ি সাউথ একটিয়াশালের পাওয়ার লিফটার কুন্দন ঠাকুর। আর তার ফলও পেলেন। সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতীতে আন্তর্জাতিক পাওয়ার লিফটিংয়ে যোগ দিয়ে দুটি বিভাগে সোনা ও ব্রোঞ্জ জিতে এসেছেন কুন্দন। পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাতে যোগ দেয়। সেখান থেকে হাসি মুখে ফিরে বাংলার সুনামই বৃদ্ধি করেছেন কুন্দন। তবে তাঁর চিন্তা, নিয়মিত এই পাওয়ার লিফটিং চালিয়ে যেতে হলে অনেক পুষ্টিকর খাবার খেতে হয়। কিন্তু অত অর্থ নেই যে ভালো ভালো খাবার খাবেন। তারপর আবার মার্বেল মিস্ত্রির কাজ করতে গিয়ে হাড়ভাঙা খাটুনি। 

    কুন্দন ঠাকুর 

    আসলে পাওয়ার লিফটিং তাঁর নেশা। বেশ কয়েকবছর আগে পাড়ার বন্ধুরা তাঁকে সময় কাটানোর জন্য মোড়ে আড্ডা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই ডাক উপেক্ষা করে তিনি পাওয়ার লিফটিংয়ের নেশায় মাতেন। আর তাতে সাফল্য এল সম্প্রতি। তবে এবার মহারাষ্ট্রের অমরাবতীতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিংয়ে যোগ দিতে যাওয়ার আগে ঘরে কোনও অর্থ ছিল না তাঁর। সেজন্য স্ত্রীর সোনা গয়না বন্ধক দিতে হয়। মহারাষ্ট্র থেকে হাসি মুখে ফেরার পর পর্যটন মন্ত্রী গৌতম দেব তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। 

    কুন্দনের যেমন এরকম লড়াই, তখন শিলিগুড়ি হায়দরপাড়ার তাপস বরুয়ারও আর একরকম সংগ্রাম। মহারাষ্ট্রের অমরাবতীতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিংয়ে যোগ দিয়ে সম্প্রতি তিনটি বিভাগেই সোনা জিতেছেন তাপস। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা সহ আরও অনেক দেশ যোগ দেয় সেই প্রতিযোগিতায়। সকলকে হারিয়ে তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হন তাপস। কিন্তু তারও আক্ষেপ আর্থিক সমস্যা। ওই প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার আগে বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয় তাঁকে। তার বক্তব্য, "এরপর এশিয়ান পাওয়ার লিফটিংয়ে যোগ দিতে যাওয়ার কথা। আর্থিক সমস্যা কাটিয়ে কিভাবে সেখানে যোগ দেব, তা নিয়ে চিন্তা বাড়ছে"। 

    তাপস বরুয়া 

    শিলিগুড়ি শান্তিনগরের যুবক পিঙ্কু দে-ও সম্প্রতি মহারাষ্ট্রের ওই প্রতিযোগিতায় যোগ দিয়ে সোনা জিতে এসেছেন। পিঙ্কুর বাবা সাইকেল মিস্ত্রি। পিঙ্কু  ছেলেমেয়েদের শরীরচর্চা-জিম শেখান। প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার বেশ আগে থেকে তাঁকে প্রতিদিন এক কেজি করে মুরগির মাংস এবং কুড়িটি করে ডিম খেতে হয়েছে। তার বক্তব্য, পাওয়ার লিফটিং এখন নেশা। কিন্তু এর পিছনে যা খরচ তা সামাল দেওয়াই মুশকিল। তবে স্বামী বিবেকানন্দের বই তাঁকে তাঁর লড়াই চালাতে উদ্বুদ্ধ করে বলে পিঙ্কু জানান।

    পিঙ্কু দে 

    শিলিগুড়িতে বিশ্ব পাওয়ার লিফটিংয়ে বহু পদক জয়ী প্রশিক্ষক অশোক চক্রবর্তী বলেন, সম্প্রতি মহারাষ্ট্র থেকে ওই তিনজন ছাড়া শিলিগুড়ির নীহাররঞ্জন ঘোষ নামে আর একজন সোনা জিতে এসেছেন। শিলিগুড়িকে টেবিল টেনিসের শহর বলা হয়। কিন্তু শিলিগুড়ি এখন পাওয়ার লিফটিংয়ের শহরও। অথচ বহু সম্ভাবনাময় পাওয়ার লিফটার আর্থিক সমস্যায় ভুগছেন।   তাই এইসব পাওয়ার লিফটাররা সরকারি উৎসাহ পেলে পাওয়ার লিফটিংয়ে বাংলার সুনাম আরও বৃদ্ধি পেত।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @