No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রবীন্দ্র কক্ষ : উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে বিশেষ রবীন্দ্র চিত্র প্রদর্শনীশালা এবং সভাগৃহ

    রবীন্দ্র কক্ষ : উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে বিশেষ রবীন্দ্র চিত্র প্রদর্শনীশালা এবং সভাগৃহ

    Story image

    বি আঁকতে গিয়ে রবীন্দ্রনাথ আবিষ্কার করেছিলেন এক আকারের জগৎ—World of Gesture। ‘পথে ও পথের প্রান্তে’-তে তিনি নির্মলকুমারী মহালানবীশকে লিখছেন, ‘এর আগে আমার মন আকাশে কান পেতেছিল, বাতাস থেকে সুর আসত, কথা শুনতে পেত, আজকাল সে আছে চোখ মেলে রূপের রাজ্যে, রেখার ভিড়ের মধ্যে। গাছপালার দিকে তাকাই, তাদের অত্যন্ত দেখতে পাই—স্পষ্ট বুঝি জগৎটা আকারের মহাযাত্রা। …আবেগ নয়, ভাব নয়, চিন্তা নয়, রূপের সমাবেশ।’ রবীন্দ্রনাথের ছবি তাঁর সমগ্র সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, তাঁর চিত্রকলা শিল্পজগতে নতুন ভাবধারার দিশারি। বিনোদবিহারী মুখোপাধ্যায় তাই ‘রবীন্দ্রনাথের ছবি ও সাহিত্য’ প্রবন্ধে দেখিয়েছেন, কীভাবে ‘কবি-রবীন্দ্রনাথকে চিত্রকর-রবীন্দ্রনাথ একটা নূতন পথে নিয়ে গিয়েছিলেন।’ অথচ, বাঙালির রবীন্দ্র সংস্কৃতি চর্চায় রবীন্দ্র–চিত্রকলা যেন তুলনামূলক ভাবে অবহেলিত, অনালোচিত। এই দিকটি বিবেচনা করেই গত ১০ মে, ১৬৩তম রবীন্দ্র জন্মজয়ন্তীতে উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে উদ্বোধন হয়েছে কলেজের বিশেষ রবীন্দ্র চিত্র প্রদর্শনীশালা এবং সভাগৃহ “রবীন্দ্র কক্ষ”। উদ্যোগে কলেজের মাল্টি লিঙ্গুয়াল সেল ‘বাণী বন্ধন’ এবং পেন প্রিন্ট পাবলিকেশন।

    রবীন্দ্রনাথের ছবি তাঁর সমগ্র সৃষ্টি প্রক্রিয়ার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, তাঁর চিত্রকলা শিল্পজগতে নতুন ভাবধারার দিশারি। বিনোদবিহারী মুখোপাধ্যায় তাই ‘রবীন্দ্রনাথের ছবি ও সাহিত্য’ প্রবন্ধে দেখিয়েছেন, কীভাবে ‘কবি-রবীন্দ্রনাথকে চিত্রকর-রবীন্দ্রনাথ একটা নূতন পথে নিয়ে গিয়েছিলেন।’ অথচ, বাঙালির রবীন্দ্র সংস্কৃতি চর্চায় রবীন্দ্র–চিত্রকলা যেন তুলনামূলক ভাবে অবহেলিত, অনালোচিত।

    রবীন্দ্র কক্ষের উদ্বোধনে শিল্পী হিরণ মিত্র, ড. অজন্তা পল ও অন্যান্যরা

    উদ্বোধনী অনুষ্ঠানে উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের এই বিরল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই কক্ষের উদ্বোধক ও প্রধান অতিথি, বর্ষীয়ান চিত্রশিল্পী হিরণ মিত্র। তিনি ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পারমিতা চ্যাটার্জী। তাঁর ওজস্বী ভাষণে কলেজের এই অভিনব চিত্রকলা সচেতনতার উদ্যোগকে অভিবাদন জানিয়ে রবীন্দ্র কবিতা আবৃত্তিও করেন তিনি। কলেজের অধ্যক্ষ ড. অজন্তা পল এই উদ্যোগের কান্ডারি। তাঁর কথায়, “একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক হিসেবে আমি  সব সময়ই মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে চিত্রকলা ও অন্যান্য শিল্পের চর্চা ছাত্রদের সর্বাঙ্গীণ বিকাশের পক্ষে অত্যন্ত জরুরি। তাই রবীন্দ্র প্রতিভার এই স্বল্প চর্চিত দিকটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে।” 

    “রবীন্দ্রনাথের দর্শনকে বুঝতে হলে তাঁর বহুমুখী প্রতিভার সমস্ত কিছুর সঙ্গে চিত্রশিল্পের যোগও গভীর ভাবে অনুসন্ধান করতে হবে। রবীন্দ্র-মানসের অনুধাবনে তাই এই চর্চা অপরিহার্য।” বলেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিনিয়া রায়। ড. অজন্তা পল বিশেষ ভাবে তাঁকে এই উদ্যোগের কৃতিত্ব দিয়েছেন।   

     

    শিল্পী হিরণ মিত্র তাঁর বক্তৃতায় রবীন্দ্র চিত্রকলার নন্দনতত্ব বিষয়ে আলোচনা প্রসঙ্গে তাঁর নিজের শিল্পচর্চায় এর প্রভাব বিষয়েও আলোচনা করেছেন। দর্শক শ্রোতারা বিরল অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন এই দিন। এই কক্ষ উদ্বোধনের পরবর্তী অংশে “রবীন্দ্র ভাবনা ও আধুনিক মনন” শিরোনামে আলোচনা চক্রে অংশগ্রহণ করেন বিখ্যাত শিক্ষাবিদ এবং কবিবর্গ। গোপাল লাহিড়ি, জয়দীপ সারঙ্গী, শেখর ব্যানার্জি, অনীক চ্যাটার্জী এবং কুশল আন্দ্রেয় বিশ্বাস, রাজর্ষি পত্রনবিশ, সোমা চ্যাটার্জী, ড.  প্রমীলা ভট্টাচার্য, ইনাম হুসেন বেগ মল্লিক প্রমুখ। কলেজের আন্তর্জালিক পত্রিকা ‘সোফোস’-এর উদ্বোধন করা হয়েছে এই দিন। কবিতা পাঠ এবং মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক কর্মশালার মাধ্যমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সুপ্রিয় চক্রবর্তী এবং শ্রীতন্বী চক্রবর্তী (যৌথ কর্নধার,পেন প্রিন্ট পাবলিকেশন) এই কর্মশালার সহ আয়োজক ছিলেন।

    তবে, এখনই এই কক্ষ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে না। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে দেখা যেতে পারে। এছাড়া, পড়ুয়া বা গবেষকরা প্রয়োজনে অনুমতি নিয়ে এই কক্ষ পরিদর্শন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন অধ্যাপক জিনিয়া রায়।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @