No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বাংলায় শুরু ‘মেলা’র মরসুম 

    বাংলায় শুরু ‘মেলা’র মরসুম 

    Story image

    প্রত্যেক শীতের মতো এবছরও কলকাতা এবং জেলায় জেলায় পর্যটন মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। অন্য বছরের থেকে পার্থক্য একটাই, প্রত্যেক মেলায় কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছে। গত সপ্তাহে ১১ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে, চলবে ৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার পর্যন্ত। 

    স্থানীয় হস্তশিল্প 

    মেলাগুলি আয়োজিত হয় দু’টি পর্বে, ‘বাংলা মোদের গর্ব’ শিরোনামে। পর্যটন দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগ। তিনটি বড়ো উৎসবও রয়েছে তার মধ্যে। কলকাতার অ্যালান পার্কের ক্রিসমাস (ডিসেম্বরের ২১ থেকে ২৪ এবং ২৬ থেকে ৩০), কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (৮-১৫ জানুয়ারি ২০২১) এবং বিষ্ণুপুর সংগীত উৎসব (৮ থেকে ১০ জানুয়ারি ২০২১)।

    অ্যালান পার্কে ২০১৯ সালের ক্রিসমাস উৎসব 

    এরই সঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকছে ‘কলকাতা কানেক্ট’, রাজ্য পর্যটন দপ্তরের দোতলা বাসে কলকাতা সফর, ঐতিহ্যবাহী ডেস্টিনেশনগুলো ঘুরে দেখা। সঙ্গে হুগলি নদীর বুকে হাউজবোটে খাওয়াদাওয়া। 

    পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের প্রতিনিধিরা বুকিংয়ে সহায়তা করছেন 

    বুকিংয়ের সুযোগ থাকছে অনলাইনে। জেলার মেলাতে যদি অংশ নিতে চান, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ১৪টি ট্যুরিজম প্রপার্টির কোনো একটিতে পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে কয়েকদিন থাকতে পারেন অনায়াসে। 

    ‘বাংলা মোদের গর্ব’ উদ্যোগের একটা প্রধান লক্ষ্য পর্যটকদের সামনে আঞ্চলিক সংস্কৃতিকে তুলে তুলে ধরা। তাই লোক প্রসার প্রকল্প (এলপিপি)-র শিল্পীদের অনুষ্ঠান আয়োজিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের এলপিপি প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৬০ বছর বয়সী লোকশিল্পীদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয় প্রতি মাসে। তার বেশি বয়সী শিল্পীরা একই টাকা পান বার্ধক্য ভাতা হিসেবে। প্রায় ২ লাখ লোকশিল্পী এই প্রকল্পে উপকৃত হন। 

    বিষ্ণুপুর সংগীত উৎসব 

    এছাড়া নানা জায়গায় এলসিডি স্ক্রিন বসিয়ে বাছাই করা সিনেমা দর্শনার্থীদের দেখানোর ব্যবস্থা থাকছে। স্থানীয় খাবার এবং হস্তশিল্প সংগ্রহ করতে পারেন স্টল থেকে। দরকারি তথ্য এবং প্রাসঙ্গিক নানা বিষয়ে জানার জন্য থাকছে বিশেষ ওয়ান-অন-ওয়ান স্টল। 

    রাজ্য পর্যটন কাউন্টার

    বিষাদে ভরা এই বছরের শেষে একের পর এক উৎসব নিশ্চয়ই সতেজ করবে আপনার মনকে। তারই সঙ্গে হাজার হাজার লোকশিল্পী এবং কারিগরদের রোজগারের সুযোগও করে দেবে। 

    বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
    West Bengal Tourism Development Corporation Ltd
    DG Block, Sector-II, Salt Lake
    Kolkata 700091
    Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
    Email: visitwestbengal@yahoo.co.in,  
    mdwbtdc@gmail.com, 
    dgmrwbtdc@gmail.com 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @