No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বন্যপ্রাণীদের নিজস্ব ভাষা ও বেঁচে থাকার কথা ফুটে উঠছে এই প্রদর্শনীতে

    বন্যপ্রাণীদের নিজস্ব ভাষা ও বেঁচে থাকার কথা ফুটে উঠছে এই প্রদর্শনীতে

    Story image

    ওরাও কি মানুষের মতো ভাবে! স্বপ্ন দ্যাখে ভালো থাকার! ওরাও কি শিশুসুলভ! ওদের বাসাতেও গর্ভবতী হয় মা আর সন্তান শোনে মায়ের ভাষা! এইসব কাহিনি নিয়েই বন্যপ্রাণ ফটোগ্রাফি বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করেছে ‘দ্য নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’। যে প্রদর্শনীর বিষয় – ‘প্রকৃতি এবং জীববৈচিত্র্যের বিশ্ব ঐতিহ্য’।

    গতকাল, অর্থাৎ ৩১ জানুয়ারি তারই উদ্বোধনে হাজির ছিলেন পিসিসিএফ ওয়াইল্ডলাইফের ডঃ রাজা শেখর, বক্সা টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত, জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন আধিকারিক ডঃ জেআরবি অ্যালফ্রেড এবং প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক। 

    গত কয়েক বছরে বন্যপ্রাণীদের ছবি তোলার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ডিজিটাল প্রযুক্তির প্রবেশ আমূল বদলে দিয়েছে ফটোগ্রাফির চেনা জগতটাকে। চলে এসেছে উন্নতমানের ক্যামেরা ও লেন্স। শখের ফটোগ্রাফাররা পেশা হিসাবে বেছে নিচ্ছেন এই বন্যপ্রাণ ফটোগ্রাফিকে। নন্দন-৪-এর এই প্রদর্শনী দেখতে দেখতে প্রকৃতির উদ্দীপনায় ডুব দেওয়া যাবে অনায়াসে। 

    এখানে প্রদর্শিত হচ্ছে আন্টার্কটিকা, পেরু, মাসাইমারা এবং ভারতে তোলা বিভিন্ন ছবি। দ্য নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটির পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী, জয়ন্ত রায়চৌধুরী এবং অজন্তা দে। প্রদর্শনী চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি, নন্দন চারে।

    ছবি- প্রদ্যুৎ চৌধুরী। 

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @