সাংবাদিকের ল্যাপটপে যখন গল্প ঢুকে পড়ে

একটা সাদামাটা গল্পের বই। এমনিতে হাতে নিয়ে বোঝার উপায় নেই, ভেতরে মাল-মশলা কী আছে। এই বইয়ের বৈশিষ্ট্য এটাই যে, এই বই যে-কোনও বাঙালিকে টাইম মেশিনে মুহূর্তে তার শৈশবে নিয়ে চলে যাবে কয়েক ঘণ্টার জন্য। পড়তে পড়তে মনে হতে পারে, তারাপদ রায় কি? কখনও মনে হতে পারে, টেনিদার লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়? আরও একটু এগোলে পরিষ্কার হবে এই লেখকের নিজের একটা স্টাইল আছে। যেটা খুব স্পষ্ট। নিজস্বও।
বইয়ের নাম ‘পুরনো অ্যালবাম’। লেখক প্রতিম বসু। আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারা প্রতিমকে চিনি একজন ফাইনানসিয়াল জার্নালিস্ট হিসেবে। আরও সোজা কথায়, কয়লা এবং ইস্পাত বিষয়ক রিপোর্টিং-এ একজন বিশেষজ্ঞ। এই বইয়ের লেখাগুলো প্রতিম লিখেছেন অনেক দিন ধরে। সাংবাদিকতার ফাঁকে ফাঁকে। নিজের ব্লগে প্রতিম যখন লেখাগুলো পোস্ট করতেন, ফোন করে জানাতেনও। তখনই অনেকগুলো পড়েছি। এবং মুগ্ধ হয়েছি। অতীতেও বেশ কয়েক জন সাংবাদিক গল্প লেখককে আমরা পেয়েছি। সে পথেরই আর এক জন যাত্রী প্রতিম। সাংবাদিকের ল্যাপটপে, বা নোট বইয়ে যখন গল্পের অনুপ্রবেশ ঘটে, তখন তাকে আর পুশব্যাক করা যায় না। বলা ভালো, স্বীকার করা ছাড়া পথ থাকে না। প্রতিমকেও করতে হয়েছে। ফলে আমরাও পেয়ে গেলাম একটি অসাধারণ গল্প সংকলন। ওপর ওপর পড়লে সত্যিই হাসির লেখা। আর একটু গভীর ভাবে পড়লে, বাঙালির একটা নির্দিষ্ট সময়ের অ্যালবাম এই বই।
আরও পড়ুন
সাংবাদিক শংকর ঘোষের আত্মজীবনীমূলক বই
এই বইয়ে ২৫টি গল্প রয়েছে। শুরু হচ্ছে, মানে প্রথম গল্প, সাড়ে-তিনমণি এক অ্যাটলাস সাইকেল দিয়ে। আমি জানি না প্রতিম কী ভেবে এটাকে প্রথম গল্প হিসেবে বেছে নিয়েছেন। তবে এটুকু বলতে পারি, সদ্য পেরিয়ে আসা ২০১৭ সালে আমরা ছুঁয়ে এলাম বাই সাইকেল আবিষ্কারের ২০০ বছরকে। এই সাইকেল গল্পে প্রতিম যা যা লিখেছেন, এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসেনি, এমন কোনও বাঙালি এখনও জন্মায়নি। দ্বিতীয় গল্প ‘শখ’ শেষ হচ্ছে এই ভাবে- ‘আমলকি গাছে বাসা করে বোলতা, তুঁতে গাছে বসা কোকিল চুপ করে দেখে। মহুয়ার ডালে কোনো এক পাখি ডেকে ওঠে’। এই গল্পে হাসির আনা গোনা রয়েছে, কিন্তু, আসলে স্মৃতিলিপি। হয়তো মন খারাপেরও।
এই ভাবে গল্প এগিয়েছে ‘গোবর’, ‘বন্ধু’, ‘চোর’, ‘মায়া’, ‘ইস্টবেঙ্গল’ হয়ে ‘বঙ্গবন্ধু’, ‘ইচ্ছে’ পর্যন্ত। মোট দু’ডজন প্লাস ওয়ান। নামেই বোঝা যাচ্ছে, আর পাঁচ জনের লেখা গল্পের থেকে এসব কিছুটা হাটকে।
হাসি তো অনেক রকমের হয়। যেমন, হাহা, হিহি, মৃদু, মুচকি, ফিক, স্মিত, খিক খিক, অট্ট ইত্যাদি। প্রতিমের এই বই পড়তে গেলে এই সবগুলো হাসির দরকার হবে পাঠকের। এবং সব হাসি যে আনন্দের নয়, কখনও কখনও গলাও বুজে আসে হাসতে হাসতে, সে অনুভবও হবে। ধন্যবাদ প্রতিমকে।
প্রকাশক- দে পাবলিকেশনস, মূল্য ১৪০ টাকা