No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দেশের সেরা জেলা হাসপাতালের তকমা পেল কলকাতার এমআর বাঙুর

    দেশের সেরা জেলা হাসপাতালের তকমা পেল কলকাতার এমআর বাঙুর

    Story image

    অন্য কোনও রাজ্যের হাসপাতাল নয়, দেশের সেরা জেলা হাসপাতালের তকমা পেল পশ্চিমবঙ্গ তথা কলকাতার এমআর বাঙুর হাসপাতাল। সোমবার রাজ্যের স্বাস্থ্য ভবনের কাছে কেন্দ্রীয় নীতি আয়োগের দেওয়া একটি চিঠিতে জানানো হয়েছে, ২০১৮-১৯ সালের মূল্যায়নের নিরিখে বাঙুর হাসপাতালকে সেরা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এই রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে টালিগঞ্জের এই হাসপাতাল। তবে, করোনা চিকিৎসার জন্য নয়, তার আগের বছরের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর জন্য কেন্দ্র থেকে এই সম্মান পেয়েছে বাঙুর। এ ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে হাসপাতালের শয্যা সংখ্যা, অসুস্থের সেবা ও পরিষেবার মান, আইসিইউ শয্যা, অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসার বিষয়গুলি। বাঙুরে রয়েছে মোট ৭১৩টি শয্যা। ৩০০-এর বেশি শয্যা আছে, এমন হাসপাতালের তালিকাতেই দেশের সেরা হয়েছে বাঙুর।করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর থেকেই নিরলস পরিশ্রম করে চলেছেন এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। কয়েক হাজার রোগী সেরে উঠেছে এই হাসপাতালের চিকিৎসক-নার্সদের পরিষেবায়। বাঙুরের এই স্বীকৃতির খবরে খুশি স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বাঙুর হাসপাতালের কর্মীরা। তাঁদের কথায়, কেন্দ্রীয় সরকারের থেকে এমন স্বীকৃতি সত্যিই বড় পাওয়া। হাসপাতালের এই সাফল্য প্রসঙ্গে সুপার শিশির নস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অসম্ভব আনন্দের খবর। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @