আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেল বাংলার স্বাস্থ্যসাথী

রাজ্য থেকে আরও এক আন্তর্জাতিক স্বীকৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প স্বাস্থ্যসাথী আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ব্রেস্ট’-এ জায়গা পেল। ক্যান্সার চিকিৎসায় মানুষের খরচ কমাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সার্থকতাকে মান্যতা দিল বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা সম্মেলন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫।
ক্যান্সার চিকিৎসা, মূলত স্তন ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সম্পূর্ণ করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর এই সাফল্য। এই প্রকল্প ক্যান্সার রোগীদের পাশে থেকে ভরসার প্রকল্প হয়ে উঠেছে ধীরে ধীরে। গবেষণাপত্র পাঠ করতে অস্ট্রিয়ায় আয়োজিত এক সম্মেলনে ডাক পেয়েছিলেন বাংলার চিকিৎসক। গত ১৩ মার্চ বিশ্বের তাবড় চিকিৎসকদের উপস্থিতিতে সেই গবেষণাপত্র পাঠ করা হয়েছে।
ক্যান্সার চিকিৎসা, মূলত স্তন ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সম্পূর্ণ করার ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর এই সাফল্য। এই প্রকল্প ক্যান্সার রোগীদের পাশে থেকে ভরসার প্রকল্প হয়ে উঠেছে ধীরে ধীরে।
বিশিষ্ট অঙ্কোসার্জন ডাঃ সৌমেন দাস-সহ পাঁচ জন চিকিৎসকের সমীক্ষা থেকে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্প ব্রেস্ট ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ ৭০ শতাংশ কমিয়ে দিয়েছে। এই প্রকল্পে কেমোথেরাপির ‘ট্রিটমেন্ট কমপ্লিসন রেট’ দেশে সর্বোচ্চ। প্রায় ৯২ শতাংশ। অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পে কেমো শুরু হলে তা প্রায় শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন রোগীরা।