স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা

গত ৩০ জুলাই নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশম শ্রেণির পর থেকেই উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে বলে ঘোষণা করেছিলেন তিনি। সেইমত প্রথমে রাজ্যের ২২জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের কার্ড তুলে দেওয়া হল বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে সমবায় ব্যাঙ্ক থেকে ৩৪ জনের হাতে।এই ৩৪ জনের মধ্যে ২৪ জন ডাক্তারি ও ১০ জন নার্সিং পড়ার খরচ জোগানোর আবেদন জানিয়েছিলেন। এছাড়া জেলা প্রশাসনের কাছে ইঞ্জিনিয়ারিং, বি-টেক, কস্ট ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সির মতো বিষয়ে পড়ার খরচের জন্য আবেদন জানিয়েছেন আরও বারোশো জন। জেলা প্রশাসন সূত্রের খবর, উচ্চ শিক্ষার জন্য এদিন যাঁদের ক্রডিট কার্ড দেওয়া হয়েছে, তাঁরা জুন মাসে অন লাইনে আবেদন জানিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই অসচ্ছ্বল পরিবারের অন্তর্ভুক্ত। স্বাভাবিক ভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে খুশি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা।
পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলার কথায়, ‘জেলায় যাঁরা আবেদন করছেন, তাঁদের সব দিক খতিয়ে দেখে ব্যাঙ্ক থেকে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে। কারও কোথাও সমস্যা দেখা দিলে তার জন্য খোলা হয়েছে হেল্প ডেস্ক।’