No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে বেতন নেন না, করোনা তহবিলে ১০ লক্ষ টাকা দিলেন মমতা

    বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে বেতন নেন না, করোনা তহবিলে ১০ লক্ষ টাকা দিলেন মমতা

    Story image

    গতকাল অর্থাৎ ৩১ মার্চের একটা ট্যুইট হঠাৎই নোটিফিকেশন দিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। সেখানে তিনি লিখেছেন, “বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নিই না। সাতবারের জন্য সাংসদও ছিলাম। তার জন্য প্রাপ্য পেনশনও নিই না। আমার আয় খুব সীমিত। প্রাথমিকভাবে আমার আয় হয় গান ও বই বাবদ রয়্যালটির টাকা থেকেই।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “আমি প্রধানমন্ত্রীর ন্যাশনাল রিলিফ ফান্ড ও ওয়েস্ট বেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ৫ লক্ষ টাকা করে দিলাম। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

    মুখ্যমন্ত্রীর ট্যুইট 

    আমরা আগেও দেখেছি, রাজ্যের প্রতিটি জেলার ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন। কলকাতার রাস্তায় নেমে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন তাঁদের কোনো অসুবিধা হচ্ছে না তো? রাস্তায় নেমে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেছেন তিনি। এমনকি কলকাতা মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিসিটও করেছেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সর্বস্তর থেকে প্রত্যেকে তাঁকে কুর্নিশ জানাচ্ছে। মুখ্যমন্ত্রীর এই দৌড় বাঙালি আজীবন মনে রাখবে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @