ফুটবলের জাদুকর কৃশানু ফিরে আসছেন ওয়েব সিরিজে

সারা ভারত জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা যতই বেশি থাকুক, বাঙালির আবেগে এবং মননে কিন্তু ফুটবলের ধারেকাছে অন্য কোনো খেলাকে এখনও ভাবা যায় না। আর ফুটবলের রাজপুত্র বাঁ-পায়ের জাদুকর কৃশানু দে বাঙালির মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন। এমনকি গোটা দেশের ফুটবলের ইতিহাসেও তিনি কিংবদন্তী। ১৯৯৫ সালে লাল-হলুদ জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন কৃশানু। তারপর ২০০৪ সালে পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন অমর্ত্যলোকের দিকে। কিন্তু তাঁর ড্রাবলিং, পাসিং-এর জাদু, ওই শিল্পী ফুটবলারের বাঁ-পায়ের নেশা এখনও আচ্ছন্ন করে রেখেছে আম-বাঙালিকে। ‘ভারতীয়’ মারাদোনা’ শেষ নিশ্বাস ত্যাগ করার ষোলো বছর পর তারই বড়ো প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। তাঁর জীবনী খুব শিগগিরই উঠে আসতে চলেছে নতুন এক ওয়েব সিরিজে। সব কিছু ঠিকঠাক থাকলে এবছরের আগস্ট মাসেই দর্শকরা সেই সিরিজের প্রথম সিজন দেখতে পাবেন।
প্রথম সিজনে আটটি এপিসোড থাকবে। গোটা ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মু। এর আগে তিনি পাওলি দাম অভিনীত ‘কালী’ ওয়েব সিরিজের পরিচালনা করেছিলেন। সৌভিক দাশগুপ্ত, কল্লোল লাহিড়ী, অভ্র চক্রবর্তী আর চন্দ্রোদয় পাল – এই চারজন হলেন এপিসোডগুলির কাহিনিকার। কৃশানু দে’র বায়োপিকটি তৈরি করছে ‘টিভিওয়ালা মিডিয়া’। প্রযোজনার কাজ সামলাচ্ছে ‘জ্যোতি প্রোডাকশান’। ক্রিয়েটিভ প্রোডিউসর হিসাবে রয়েছেন সৌভিক দাশগুপ্ত ও সারণ দত্ত। এক্সিকিউটিভ প্রোডিউসর সায়ন চক্রবর্তী ও মহাশ্বেতা চক্রবর্তী। 'জি ফাইভ' প্ল্যাটফর্মে আট এপিসোডের ওয়েব সিরিজটি মুক্তি পাবে। গোটা বায়োপিক জুড়ে থাকবে কৃশানুর ছোটবেলা থেকে ধীরে ধীরে বিশ্বখ্যাত ফুটবলার হয়ে ওঠার গল্প। এপিসোডগুলি দেখলে এই ফুটবল সুপারস্টারের সম্পর্কে আরও সব অজানা সব তথ্য জানতে পারবেন দর্শকরা।
ওয়েব সিরিজের নাম ঠিক হয়েছে – ‘কৃশানু কৃশানু’। সেখানে কৃশানুর ভূমিকায় অভিনয় করছেন অনুরাগ উরহান। বছর আটাশের এই তরুণ আদতে মহারাষ্ট্রের বাসিন্দা। ভারতীয় মারাদোনার চরিত্রে নিজেকে তুলে ধরার সুযোগ পেয়ে ভীষণই উচ্ছ্বসিত তিনি। ইতিমধ্যেই অনুরাগ দক্ষিণ কলকাতার একটি মাঠে নিয়মিত চার ঘণ্টা করে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছেন এবং কৃশানুর পুরোনো সব ম্যাচের ভিডিও ক্লিপিংসগুলো দেখছেন, যাতে নিখুঁতভাবে বাঁ-পায়ের জাদুকরকে ওয়েব সিরিজে ফুটিয়ে তুলতে পারেন। তবে, ফুটবলের কিংবদন্তী কৃশানু দে শুধু ওয়েব সিরিজেই নয়, তার পাশাপাশি সিনেমার পর্দাতেও আসতে চলেছেন এবার। সেই ছবির পরিচালনা করবেন মুম্বাই প্রবাসী অরিত্র চট্টোপাধ্যায়। ‘দলবদল’ নামের এই সিনেমায় কৃশানুর চরিত্রে দেখা যেতে পারে ঋদ্ধি সেনকে।