No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    এসএসকেএম হাসপাতালকে ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা রাজ্য সরকারের

    এসএসকেএম হাসপাতালকে ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা রাজ্য সরকারের

    Story image

    নতুন পালক জুড়ল রাজ্যের ঐতিহ্যবাহী এসএসকেএম হাসপাতালের মুকুটে। রাজ্য সরকার এই হাসপাতালকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করল গত শনিবার। 

    এদিন স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মধ্যে একমাত্র এসএসকেএম হাসপাতালকেই এমন বিশেষ মর্যাদা দেওয়ার কথা। স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তাদের অভিমত, এমন আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার বহু বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ থাকবে। সেই গবেষণায় সরকারি আনুকূল্য মিলবে। মিলবে উন্নততর গবেষণার জন্য অত্যাধুনিক যন্ত্র ও গবেষকের সহায়তা। এসএসকেএম হাসপাতালে মোট ৩৮টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে আউটডোর চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি করে রোগীদের সেবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আটটি অ্যানেক্স বিভাগ চলছে। যেগুলি পৃথকভাবে গবেষণা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    উল্লেখ্য, মাসখানেক আগে এসএসকেএম হাসপাতালের সঙ্গে যৌথভাবে ক্যানসার চিকিৎসার চুক্তি করেছিল টাটা মেমোরিয়াল। এছাড়াও রাজ্যের একমাত্র পেরিনেটলজি বা শিশুর জন্মের পর থেকে ছ’বছর পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠবে এখানে।

    আধুনিক চিকিৎসা ও গবেষণার এমন সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়েই রাজ্য স্বাস্থ্যদপ্তর এই সরকারি হাসপাতালকেই ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করল। এসএসকেএমের সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত এখানকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @