No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    উত্তরবঙ্গে ভোটারদের হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন

    উত্তরবঙ্গে ভোটারদের হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন

    Story image

    আগামী ১৭ এপ্রিল দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভা আসনে ভোট। সমতলের শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং পাহাড়ের  দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা। তাই ভোটকে সামনে রেখে নতুন ভোটার এবং পুরনো ভোটার সকলকেই ভোট যন্ত্র সম্পর্কে সচেতন করবার কাজে নেমেছে নির্বাচন কমিশন

    শিলিগুড়িতে মহকুমা নির্বাচনী দপ্তরের অধীনে রয়েছে তিনটি বিধানসভা। শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত যাঁরাই যাচ্ছেন, তাঁদেরকে ইভিএম মেশিন সম্পর্কে উৎসাহিত করা হচ্ছে। মহকুমা শাসকের দপ্তরের সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা দপ্তরের সামনে ইভিএম মেশিন, ভিভিপ্যাড, কন্ট্রোল ইউনিট মেশিন নিয়ে চেয়ার টেবিল পেতে বসে পড়েছেন। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে তাঁদের কাজ। কীভাবে ইভিএমে বোতাম টিপে ভোট দিতে হয়, ভোটটি ঠিকঠাক হয়েছে কিনা, তা ভিভিপ্যাডের স্লিপে দেখাল কিনা, কন্ট্রোল প্যানেল সিগন্যাল দিল কিনা সব তাঁরা হাতেকলমে নতুন এবং আগ্রহী ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন। ভোটদানের পদ্ধতি তাদের কাছ থেকে শিখে নিচ্ছেন বহু নতুন ভোটার।

    ২৩ মার্চ দার্জিলিং জেলায় ভোটের বিজ্ঞাপ্তি জারি হবে। ৩০ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। স্ক্রুটিনি হবে ৩১ মার্চ। ৩ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৭ এপ্রিল ভোটগ্রহণ। জেলার পাঁচটি বিধানসভা মিলিয়ে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১২২২১৯০ জন ভোটদাতা এবার পাঁচ জন বিধায়ককে নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটদাতা ৬০৯৯৩৩, মহিলা ভোটদাতা ৬১২২৪৩। ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার এই জেলায় ২৬৪৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৪০২৪ জন, মহিলা ভোটার ১২৪১০ জন, তৃতীয় লিঙ্গ একজন। জেলার পাঁচটি বিধানসভায় ১৯ বছরের ওপরে ভোটদাতার সংখ্যা ১১৯৫৭৫৫, এর মধ্যে পুরুষ ৫৯৫৯০৯, মহিলা ৫৯৯৮৩৩ জন, তৃতীয় লিঙ্গ ১৩ জন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিলিগুড়ি বিধানসভায় সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ভোটার ২২৪৮৮৬, পুরুষ ১১৪৩৪৯, মহিলা ১১০৫৩১, তৃতীয় লিঙ্গ ৬ জন। শিলিগুড়ি বিধান সভা এলাকায় ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার ৩৩১২ জন, পুরুষ ১৮৯৬, মহিলা ১৫০৫, তৃতীয় লিঙ্গ একজন। ১৯ বছরের ওপরে মোট ভোটার ২২১৫৭৪ জন, পুরুষ ১১২৫৪৩, মহিলা ১০৯০২৬, তৃতীয় লিঙ্গ পাঁচ জন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @