No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    জলের অপচয়ে রাশ টানছে পুরসভার বসানো মিটার

    জলের অপচয়ে রাশ টানছে পুরসভার বসানো মিটার

    Story image

    এতদিন যে পরিবারে ৩০০ লিটার জল খরচ হত প্রতিদিন, এখন তাঁরাই দিনে ১৫০ লিটারের বেশি জল ব্যবহার করেন না। টালা ও টালা পার্ক এলাকায় ৮০ শতাংশ মানুষই এইভাবে বন্ধ করে দিয়েছেন জলের অপচয়। কিন্তু এই অসম্ভব কীভাবে সম্ভব হল? তার উত্তর পাওয়া যাবে বাড়িতে বসানো জলের মিটার থেকে।

    দীর্ঘ দিন ধরেই কলকাতার বিভিন্ন এলাকায় জলের অপচয়ের অভিযোগ উঠে আসছে। অনেক জায়গায় রাস্তার কলের মুখ নেই। কোথাও কলের মুখ দিনভর খোলা। অথচ পরিবেশবিদরা বারবার সতর্ক করছেন, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভূগর্ভস্থ পানীয় জলের স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। তা অবিলম্বে ঠিক না হলে, আগামী দিনে পানীয় জলের সঙ্কট দেখা দিতে পারে কলকাতা এবং লাগোয়া এলাকায়। জলের অপচয়ে রাশ টানতে টালা এলাকায় জলের মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। ৫ নম্বর ওয়ার্ডের প্রায় সব বাড়িতেই বসানো হয়েছিল মিটার। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল, পরিবার পিছু দিনে ১৫০ লিটার জল বরাদ্দ থাকবে। তাতেই ফল মিলেছে অবিশ্বাস্য রকমের। এলাকার ৮০ শতাংশ বাড়িতেই দিনে ১২০-১৫০ লিটারের কম জল খরচ হচ্ছে।  

    বরাদ্দ জলের বেশি খরচ করলে কিন্তু আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি পুরসভা। তা সত্ত্বেও যেভাবে নাগরিকরা স্বেচ্ছায় জলের অপচয় বন্ধ করেছেন, তাতে আশার আলো দেখছেন পুরসভা কর্তৃপক্ষ এবং পরিবেশবিদরা। এরপর ধাপে ধাপে অন্যান্য ওয়ার্ডেও জলের মিটার লাগানো হবে বলে জানা গেছে। 
     

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @