No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠছে রামগড়ে 

    বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠছে রামগড়ে 

    Story image

    উদার প্রকৃতির বুকে তৈরি হতে চলেছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। প্রথম পর্যায়ে শান্তিনিকেতন ক্যাম্পাস থেকেই কয়েকজন অধ্যাপক গিয়ে সেখানে পাঠদান করবেন।

    উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল জেলার রামগড়ে এই ক্যাম্পাস চালু হবে। হিমালয়ের কোলে রামগড়ে এক বাংলো কিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাড়িটির নাম দিয়েছিলেন ‘হৈমন্তী’। এখানেই লিখেছিলেন ‘হৈমন্তী’ গল্প। এছাড়া বেশ কয়েকটি গান এবং কবিতাও এখানে বসে লিখেছিলেন। এই বাড়িটিকে ঘিরেই নতুন স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি হবে। শান্তিনিকেতনের বাইরে এটিই প্রথম বিশ্বভারতীর ক্যাম্পাস।

    বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকে নতুন ক্যাম্পাস গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তা সরকারিভাবে ঘোষণা করেন ৮ জুলাই। উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই জমি দিতে সম্মতি জানিয়েছে। করোনা পরিস্থিতি কেটে গেলেই নতুন স্যাটেলাইট ক্যাম্পাসের শিলান্যাস হবে। এই উদ্যোগে শান্তিনিকেতনের শিক্ষক-শিক্ষিকা-পড়ুয়া-প্রাক্তনী-আশ্রমিকরা যেমন খুশি, তেমনি আনন্দিত নৈনিতালের বাসিন্দারাও। 
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @