চেনা পার্ক স্ট্রিট, অচেনা পার্ক স্ট্রিট : দেখুন ভিডিও
পার্ক স্ট্রিট-কে (Park Street) নিছক রাস্তা বলে ভাবতে ভালো লাগে না। স্বদেশি সংস্কৃতির সঙ্গে এখানে এসে মিশেছে পাশ্চাত্যের ব্লুজ, হার্ড রক। ঠিক যেন অর্ধেক সাহেব। ট্রিংকাজ (Trincas Restaurant & Bar), অলি পাব (Olypub), ফ্লুরিজ (Flurys), মোক্যাম্বো (Mocambo Restaurant and Bar), পিটার ক্যাট (Peter Cat)-এর মতো রেস্তোরাঁ-পানশালার পাশাপাশি আছে পার্ক হোটেল (The Park), শতবর্ষ পুরোনো ঐতিহ্যবাহী বাড়ি পার্ক ম্যানশন (Park Mansion), তাকে ঘিরে গড়ে ওঠা হার্ডরক ক্যাফে (Hard Rock Café)। হঠাৎ হঠাৎ এই রাস্তায় পেয়ে যাবেন অনামী কোনও পথিক-গায়ক বা বাদককে।
গানে-পানে সন্ধের সাহেবপাড়া আজও গমগমে। আজও আছে রাসেল এক্সচেঞ্জ (The Russell Exchange), ভিক্টর ব্রাদার্স (Victor Brothers)-এর মতো কলকাতার প্রাচীনতম নিলাম ঘরগুলি। পার্ক স্ট্রিট কিন্তু বইপোকাদেরও অন্যতম প্রিয় ঘাঁটি, বিশেষত যাঁরা ভালো ইংরেজি ভাষার বইয়ের সন্ধানী। এশিয়াটিক সোসাইটি (Asiatic Society) থেকে পার্ক ম্যানশন পর্যন্ত সোজা হাঁটতে থাকলে ফুটপাথেই মিলবে নতুন-পুরোনো রকমারি ইংরেজি বইয়ের পসরা। ঐতিহ্যবাহী বই-দোকান অক্সফোর্ড (Oxford Bookstore) তো আছেই। দোকানের ভিতর থাকে থাকে সাজানো রয়েছে দেশ-বিদেশের সাড়া জাগানো সব বই। দোতলায় চা-বার। আপনার জন্য অপেক্ষা করছেন কাফকা, মুরাকামি, ঝুম্পা লাহিড়ীরা। সময়ের দাবি মেনে বদল তো এসছেই, কিন্তু পার্ক স্ট্রিট আছে পার্ক স্ট্রিটেই।