ওই ডাকছে বই... শুরু হয়ে গেল উত্তরপাড়া বইমেলা ২০১৯

শুরু হয়ে গেল উত্তরপাড়া বইমেলা। উদ্বোধনের দিন হাজির ছিলেন উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিশিষ্ট কথা-সাহিত্যিক আবুল বাশার এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তরপাড়া বইমেলা ঘিরে বইপ্রেমীদের উৎসাহ জমাট বাঁধে সারাবছর ধরে। হাতের কাছেই পাওয়া যেতে পারে দুর্মূল্য সব বই।
শীতকাল মানেই হাজার উৎসবের মাঝে জায়গা করে নেওয়া বই উৎসব বা বই পার্বণ। শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বইমেলা নয়, জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অজস্র বইমেলা ও লিটল ম্যাগাজিন মেলা। উত্তরপাড়া বইমেলায় অংশগ্রহণ করেছে এই বাংলার প্রায় ৮৫টি প্রকাশন সংস্থা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আনন্দ, দে’জ, পত্রভারতী, ন্যাশনাল বুক ট্রাস্ট, সপ্তর্ষি। এছাড়াও উত্তরপাড়ার আঞ্চলিক বেশ কয়েকটি প্রকাশনী এবং লিটল ম্যাগাজিন।
উত্তরপাড়ার প্রবীণ বাসিন্দা সনাতন চক্রবর্তী মেলার প্রথম থেকেই আসছেন। তাঁর বয়স হওয়ায় আর কলকাতা বইমেলায় যাওয়া হয়ে ওঠে না। তাই উত্তরপাড়া বইমেলা থেকে যা যা বই পান, ভালোলাগলে কিনে নেন। তিনি জানাচ্ছেন, “বই হল প্রত্যেকের বন্ধু। মনখারাপেও বই আবার আনন্দেও বই। উত্তরপাড়া বইমেলা প্রথম থেকেই এই কাজটিই করে আসছে। এরকম মেলা শহর, গ্রাম, মফস্সলে যত বেশি হবে, আমাদের মতো বইপাগলদের জন্য এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”
উত্তরপাড়া বইমেলা চলবে আগামী ১৫ ডিসেম্বর অবধি। মনমোহন উদ্যানে।