No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মঞ্চে ফিরছে উৎপল দত্তের সাড়া জাগানো নাটক 'একলা চলো রে'

    মঞ্চে ফিরছে উৎপল দত্তের সাড়া জাগানো নাটক 'একলা চলো রে'

    Story image

    এর আগেও বাংলা থিয়েটারে 'স্বপ্নসন্ধানী'র হয়ে বহু উল্লেখযোগ্য প্রযোজনা নির্মাণ করেছেন কৌশিক সেন। অনেকদিন পর আবার তাদের নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে ফিরছেন। উৎপল দত্ত'র অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি "একলা চলো রে" নাটকের পুনর্নিমাণ করছেন কৌশিক সেন। গান্ধিহত্যাকে কেন্দ্র করে এই নাটক লিখেছিলেন উৎপল দত্ত। এবার কৌশিকের হাত ধরেই সেই নাটক পুনরুজ্জীবিত হতে চলেছে।

    এই নাটকে মুহম্মদ আলি জিন্নাহর চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে, গান্ধিজির চরিত্রে অশোক মুখোপাধ্যায়, জওহরলাল নেহেরুর ভূমিকায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বল্লভ ভাই প্যাটেলের ভূমিকায় দেবশংকর হালদার, কস্তরবা গান্ধির চরিত্রে রেশমি সেন এবং হীরালালের চরিত্রে ঋদ্ধি সেন। এমনকি এই নাটকের পোস্টার ডিজাইনের পুরো কনসেপ্টটি ঋদ্ধি সেনের মস্তিষ্কপ্রসূত। আগামী ৫ ও ১০ এপ্রিল "একলা চলো রে" নাটকের প্রথম অভিনয় মঞ্চস্থ হতে চলেছে কলকাতার জ্ঞান মঞ্চে।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @