No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কন্যাশ্রীর পর ফের বিশ্বসেরা ‘উৎকর্ষ বাংলা’

    কন্যাশ্রীর পর ফের বিশ্বসেরা ‘উৎকর্ষ বাংলা’

    Story image

    কন্যাশ্রীর পর ফের রাষ্ট্রপুঞ্জের বিশ্বখেতাব পশ্চিমবঙ্গের ঝুলিতে। রাষ্ট্রসংঘের “ওয়ার্ল্ড সামিট অন দি ইনফর্মেশন সোসাইটি’ (ডব্লুএসআইএস) আয়োজিত বিশ্বের সেরা সরকারি প্রকল্পগুলির মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান ছিনিয়ে এনেছে ‘উৎকর্ষ বাংলা’। এর আগে ‘কন্যাশ্রী’-ও বিশ্বসেরা প্রকল্পের মর্যাদা পেয়েছিল। 

    মোট ১৮টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। এবারে গোটা বিশ্ব থেকে ১০৬২টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বিভাগে সেরার শিরোপা জিতেছে এই রাজ্যের বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পিত প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’। এই প্রকল্পের অধীনে প্রতি বছর রাজ্যের প্রায় ৬ লক্ষ বেকার যুবক-যুবতীকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 

    ‘ই-গভর্নমেন্ট’ বিভাগে বিশ্বের সেরা পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে ‘সবুজ সাথী’-ও। এই প্রকল্পের আওতায় রাজ্যের পড়ুয়াদের বিনামূল্যে এক কোটিরও বেশি সাইকেল দিয়েছে রাজ্য সরকার। পরিবেশ-বান্ধব প্রকল্প হিসেবে ‘সবুজ সাথী’-কে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ।

    এই নিয়ে দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বিশ্বসেরার শিরোপা পেল। ‘সমব্যথী’, ‘সবুজশ্রী’-র মতো প্রকল্পগুলিকে ঘিরেও আশায় বুক বাঁধছে নবান্ন। বৃহস্পতিবার সুজারল্যান্ডের জেনেভায় আইটিইউ সদর দপ্তরে রাজ্যের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছে রাষ্ট্রসংঘ।   

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @