No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আপনার বাড়ির আসবাবপত্র ‘অদল বদল’ করতে ফিরে আসছেন কাঞ্চন

    আপনার বাড়ির আসবাবপত্র ‘অদল বদল’ করতে ফিরে আসছেন কাঞ্চন

    Story image

    বাড়িতে আসবাবপত্র পুরোনো হয়ে গিয়েছে? একঘেয়ে জিনিস ব্যবহার করতে আর ইচ্ছা করছে না? ঘাবড়াবেন না। আপনার কথাই ভাবছে বাংলা টেলিভিশনের একটি বেসরকারি চ্যানেল। টেলিভিশনের নতুন গেম শো ‘অদল বদল’। খেলা খেলে পুরস্কার জেতার প্রথা নতুন কিছু নয়, তবে একটু অন্যভাবে রাখা হয়েছে এই গেম শোয়ের ফরম্যাট। ধরুন আপনার বাড়ির ফ্রিজটি পুরোনো বা খারাপ হয়ে গিয়েছে। এই খেলাতে আপনি আপনার ফ্রিজ বাজি রাখতে পারেন। জিতে গেলেই আপনি পেয়ে যাবেন ঝাঁ চকচকে নতুন ফ্রিজ। শুধুমাত্র কয়েকটা প্রশ্ন। আর সেইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলেই কেল্লাফতে। চোখের নিমেষে বদলে যেতে থাকবে আপনার বাড়ির পুরনো টিভি, ওয়াশিং মেশিন, কম্পিউটার ইত্যাদি। বাজিমাত করলেই পাল্টাতে থাকবে আপনার সুখী গৃহকোণ।

    আজ থেকে প্রায় উনিশ বছর আগে ২০০০ সালে অত্যন্ত জনপ্রিয় একটি গেম শো সম্প্রচার হত। রমরমিয়ে চলেছিল প্রায় অনেকগুলো বছর। ‘জনতা এক্সপ্রেস’। দুপুরে বাঙালির ভাতঘুম তখন কোথায়! টিভি খুলে বসা পড়া। ইউএসপি খেলার ফরম্যাট ছাড়াও ছিল একজন- কাঞ্চন মল্লিক। রোগা টিংটিঙে এক যুবক এ পাড়া থেকে সে পাড়া ঘুরে বেড়াচ্ছে। তখন রেলের টিকিট চেকারের পোশাকে আসতেন কাঞ্চন মল্লিক। সেটাই ছিল কাঞ্চনের প্রথম সঞ্চালনা। তারপর বাঙালির বাড়ি বাড়ি জনপ্রিয় মুখ হয়ে ওঠা। এর মাঝেও বেশ কয়েকটি গেম শো সঞ্চালনা করেছিলেন তিনি। প্রায় চারবছর পর একা আবার ফিরছেন।

    জনপ্রিয় গেম শো 'জনতা এক্সপ্রেস'-এর সঞ্চালনায় কাঞ্চন মল্লিক 

    চোখে পড়ার মতো আরও একটি বিষয় হল দিব্যেন্দুর সঙ্গীত পরিচালনায় ‘অদল বদল’-এর টাইটেল ট্র্যাকটিও গেয়েছেন কাঞ্চন স্বয়ং। এই প্রথমবারের জন্য গান গাইলেন তিনি। এটা কোনও সেলিব্রিটি গেম শো নয়। আর কাঞ্চনের কাছে সেলিব্রিটি হয়তো আম-জনতা। কলকাতা এবং জেলা স্তরে গেম শো-টি হবে। ‘জনতা এক্সপ্রেস’ সেই অর্থে প্রথম আমজনতাকে নিয়ে গেম শো ছিল। তাই বাঙালির নস্ট্যালজিয়া এবং কাঞ্চন যখন একসঙ্গে, তখন উচ্ছ্বাস তো চোখে ধরা পড়বেই। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ননফিকশন শোয়ের প্রোমো। কলকাতার অলি-গলিতে শুট হওয়া এই প্রোমোতে নিখাদ বাঙালি পোশাক অর্থাৎ ধুতি- পাঞ্জাবি পরিহিত কাঞ্চনকে দেখা গিয়েছে ‘অদল বদল’-এর গাড়ি সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় হাঁক ডাক করার পাশাপাশি নাচের ছন্দে মেতে উঠতে।

    বাংলা চলচ্চিত্র এবং থিয়েটারের অত্যন্ত শক্তিশালী অভিনেতা কাঞ্চন মল্লিক। অনেক দর্শকের ক্ষোভ তাঁকে শুধুমাত্র ‘কমেডিয়ান’-এর চরিত্রেই দেখা যায়। সেক্ষেত্রে পরিচালক-প্রযোজকরা তাঁকে সুযোগ দেন না, এক্সপ্লোর করেন না। ২০০২ সালে ‘সাথী’ ছবি থেকে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল। তার আগে ছিলেন টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। ২০০২ সালের পর থেকে এক এক করে ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘রাজকাহিনি’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘ধনঞ্জয়’, ‘শংকর মুদি’র মতো ছবিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে আর যাই হোক না কেন, কাঞ্চন মল্লিকই যে স্বয়ং টিআরপি সে আর বলার অপেক্ষা রাখে না। এখন এই নতুন গেম শোয়ের জন্য অপেক্ষা করে আছে বঙ্গবাসী। বলা যায় না, আপনার বাড়িতেও কোনদিন উপস্থিত হয়ে যেতে পারেন আপনার প্রিয় কাঞ্চন। বাকিটা শুধু সময়ের অপেক্ষা।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @