ফাগুন মাসে রূপোলি পর্দায় বোনা হবে “সোয়েটার”

বাংলার ফাল্গুন মাস। শীত চলে গেছে এই বাংলা ছেড়ে। এর মধ্যেই শহরে বড়ো বড়ো হোর্ডিং পড়েছে ‘সোয়েটার’-এর। এই গরমেই পর্দায় আসতে চলেছে শিলাদিত্য মৌলিকের ছবি “সোয়েটার”। প্রমোদ ফিল্মসের সঙ্গে এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে পিএসএস এন্টারটেনমেন্ট। সোয়েটার মানেই উষ্ণতা, রঙিন উলের গোলা, উলের কাঁটা, সহজ ব্যাকরণ মেনে কাঁটাদের অবাধ যাতায়াত। সোয়েটার মানেই আমাদের মনে পড়বে মা-ঠাকুমাদের কথা। এই ছবির প্রধান চরিত্রে রয়েছে এক মেয়ে- টুকু। টুকুর মধ্যে রয়েছে মধ্যবিত্ত গন্ধ। সে স্মার্ট নয়। আত্মবিশ্বাসহীন, স্বপ্নহীন। এই মধ্যবিত্ত মেয়েদের কাছে এখনও বিয়েই ভিত্তি। বিয়েটাই শেষ কথা। তারপর তার দেখাশোনা হবে, পাত্রপক্ষের হাজার আবদারে কাটতে থাকবে মাসের পর মাস। এক্ষেত্রে পাত্রপক্ষ দাবি করে কন্যাকে জানতে হবে সোয়েটার বোনার কাজ। টুকুর জার্নিটা শুরু হয় এখান থেকেই। কাহিনির মোড় ঘোরে। আর বাকিটা? সেটা জানতে এই মার্চেই আপনাকে হলমুখী হতে হবে।
গোটা সিনেমার পটভূমি দার্জিলিং। সেখানেই একটি সেলাই স্কুলে ওয়ার্কশপ চলেছে অনেকদিন ধরে। হাতে উলবোনার মতো বিষয়, যা এখন প্রায় উঠেই গিয়েছে, তা নিয়ে এই সময়ে দাঁড়িয়ে এমন সিনেমা কেন? এই সবকিছু নিয়েই কথা বলবে শিলাদিত্যের ছবি। টুকুর ভূমিকায় অভিনয় করেছেন ঈশা সাহাকে। এর আগে ঈশাকে দেখা গিয়েছিল ‘প্রজাপতি বিস্কুট’, ‘গুপ্তধনের সন্ধানে’ ছবিতে। এটি তাঁর তৃতীয় ছবি। এই মার্চেই মুক্তি পাবে সোয়েটার। ঈশা ছাড়াও অভিনয় করেছেন, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, সৌরভ দাস, সুদীপ্তা চক্রবর্তী, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গীত পরিচালনায় আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রণজয় ভট্টাচার্য।