১৬ বছর পর আবার বাংলা ছবিতে অভিনেত্রী রাখি গুলজার

গতকাল রোববার নতুন বাংলা ছবি ‘নির্বাণ’-এর সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রখ্যাত অভিনেত্রী রাখি গুলজার। মতি নন্দীর ‘বিজলীবালার মুক্তি’ অবলম্বনে এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক গৌতম হালদার। এই ছবিতে বিজলীবালা স্বয়ং রাখিই। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের অন্যতম মুখ হিসাবে দেখা যায় আই অভিনেত্রীকে। এদিক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমি কলকাতায় প্রায়ই আসি। কিন্তু নিঃশব্দে। লোকে জানতে পারে না। প্রত্যেকটা রাস্তাঘাট আমার চেনা। সে মাছের বাজারই হোক বা তেলেভাজার দোকান। ...আগে ন্যান কিং বলে একটা বিখ্যাত চাইনিজ দোকান ছিল। এখন কলকাতার চাইনিজ ডেরা কিন্তু ট্যাংরা।”
বাংলা ভাষায় শেষ ছবিটি করেছিলেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘শুভ মহরৎ’ ছবিতে। কিন্তু গৌতম হালদারের প্রস্তাবে না করতে পারেননি। এদিন তিনি আরও বলেন, “আমি হতে চেয়েছিলাম বিজ্ঞানী, হয়ে গেলাম অভিনেত্রী। ভেবেছিলাম চলচ্চিত্র থেকে সরে যাব, কিন্তু পারিনি।” নির্বাণ ছবিটি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস-এর প্রতিযোগিতা বিভাগে ইতিমধ্যেই দেখানো হয়েছে গত ৯ নভেম্বর নন্দন-১-এ। আগামী ১৩ নভেম্বর মিনার প্রেক্ষাগৃহে বেলা ১২টায় আবার প্রদর্শিত হবে।