No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জ

    ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জ

    Story image

    রামকমল মুখোপাধ্যায়ের কাহিনিচিত্র ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজন’স  গ্রিটিংস’। প্রবাদপ্রতিম চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই নির্মিত হয়েছে এই ছবি। কয়েকদিন আগেই শেষ হয়েছে ছবির সম্পূর্ণ কাজ। এবার এই ছবি সবাইকে দেখাতে সাহায্য করছে রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি তাদের ক্যাম্পেন ‘ফ্রি অ্যান্ড ইক্যুয়াল’-এ রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে তারা এই ছবি দেখাতে সহযোগিতা করতে চায় ‘সোশ্যাল কজ পার্টনার’ হিসেবে। 

    দেশে এই মুহূর্তে সমকামী-উভকামী-রূপান্তরকামী মানুষদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় সামনে আসছে। আগের চেয়ে অনেক বেশি স্বাধীন হতে পেরেছে এলজিবিটিকিউ কমিউনিটি। এমন সময় রাষ্ট্রপুঞ্জের এই সিদ্ধান্তে খুশি পরিচালক-সহ ছবির পুরো টিম। গর্ব প্রকাশ করেছেন এই ছবির অভিনেত্রী সেলিনা জেটলি। এছাড়াও অভিনয় করেছেন লিলিট দুবে। ছবির মূল বিষয় ‘এটাই আমি’। ঋতুপর্ণ ঘোষ বারবার যে মেসেজ তাঁর দর্শককে দিতে চেয়েছিলেন। সম্পূর্ণ ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হয়েছে। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @