ভিড় থেকে দূরে উদয়পুর সৈকত হোক আপনার পরবর্তী গন্তব্য

সমুদ্র চিরকালই বাঙালির প্রিয়। ফুরসত পেলেই বন্ধু কিংবা পরিবারকে নিয়ে কাছে-দূরের সমুদ্রসৈকতে পাড়ি জমিয়ে থাকেন ভ্রমণপিপাসু বঙ্গবাসী। তবে অনেকেই রয়েছেন, যাঁরা ভিড় খুব একটা পছন্দ করেন না। তাঁদের জন্যই নিরিবিলি এক সৈকতের খোঁজ দেব আজ। এই জায়গাটি দিঘার খুব কাছেই। তবে দিঘার মতো বিপুল লোকসমাগম এখানে হয় না। এই ডেস্টিনেশন এখনও খুব বেশি পরিচিত হয়ে ওঠেনি পর্যটকদের কাছে। তাই সমুদ্রের তীরে একান্ত সময় কাটানোর জন্য আদর্শ পরিবেশ রয়েছে এখানে।
দিঘা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ওড়িশার সীমান্ত লাগোয়া উদয়পুর সৈকত। নিউ দিঘা এবং তালসারির মাঝখানে এর অবস্থান। মাইলের পর মাইল বিস্তৃত বেলাভূমি। ভিড়ভাট্টা থেকে অনেক দূরে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবেন আপনি। দূষণমুক্ত বাতাসে আপনার শহুরে ক্লান্ত মন সতেজ হয়ে উঠবে। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যও অনবদ্য। উদয়পুরকে ফটোগ্রাফারদের স্বর্গরাজ্যও বলা যেতে পারে। বিশাল বিশাল ঝাউগাছের সারি মুগ্ধ করবে আপনাকে। ছাতার নিচে বসে ঘণ্টার পর ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। যে কোনো আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতের সঙ্গে উদয়পুরের তুলনা করাই যায়। এখানকার স্থানীয় মানুষরাও খুব আন্তরিক। সমুদ্র থেকে ধরা তাজা মাছ আপনি চেখে নিতে পারবেন খাবারের দোকানে। অসাধারণ স্বাদ। তৃষ্ণা মেটানোর জন্য কম দামে ডাব পাওয়া যায়।
যাঁরা রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদেরও ভালো লাগবে উদয়পুর। সৈকতে হেঁটে হেটে যদি ক্লান্তি আসে, স্পিড বোট, ব্যানানা বোট কিংবা সি বাইকে চড়ে নেমে পড়তে পারেন সমুদ্রে। রোমান্টিক ছুটি কাটানোর ইচ্ছে থাকলে অবসর মিললেই এই খাজানা সৈকতে চলে যান।
কীভাবে যাবেন
উদয়পুর সৈকতে যেতে আপনাকে পৌঁছতে হবে দিঘা। দিঘা বাসস্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে উদয়পুর যাওয়ার অটো এবং টোটো পাওয়া যায়। নিজের গাড়ি থাকলে দিঘার থেকে তালসারির দিকে চললেই পথে উদয়পুর পড়বে।
কোথায় থাকবেন
উদয়পুরে বেশ কিছু ভালো হোটেল আছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে সুন্দর তাবুর ব্যবস্থাও রয়েছে। সৈকত থেকে মাত্র ৩ মিনিট হাঁটলেই তাবুতে পৌঁছে যাবেন। ওসানা টুরিস্ট কমপ্লেক্সেও থাকতে পারেন। ফোন নম্বর – ৯৪৩৪০১৮৮৪৯।
কী কী দেখবেন
মাত্র ২৫ কিলোমিটার দূরেই বিচিত্রপুর। এখানে সুবর্ণরেখা মিশেছে সমুদ্রে। ম্যানগ্রোভ অরণ্যের জন্যও বিখ্যাত এই জায়গা। এছাড়া উদয়পুর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে ওড়িশার বালেশ্বর জেলার তালসারি। সমুদ্র আর ঝাউবনের দৃশ্য উপভোগ করতে তালসারিতে ঢুঁ মারতেই পারেন।