No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    উগ্রপন্থীদের কবলে পড়লেন অর্জুন এবং অমৃতা

    উগ্রপন্থীদের কবলে পড়লেন অর্জুন এবং অমৃতা

    Story image

    দাপুটে সিআইডি অফিসার সুদীপ এবং সফল অভিনেত্রী আত্রেয়ীর প্রেম সেই কলেজ জীবন থেকে। সুদীপ ও তার সঙ্গীরা সক্রিয়ভাবে কাজ করে উগ্রপন্থী কার্যকলাপ দমনের লক্ষ্যে। অপরদিকে ক্যেরিয়ারের শীর্ষে থাকার সময়েই আত্রেয়ী সুদীপকে বিয়ে করে। অপেক্ষাকৃত নিভৃত একটি অঞ্চলে হানিমুনে যাওয়ার পর সেখান থেকেই আত্রেয়ীকে অপহরণ করে উগ্রপন্থীরা। নিজের সমস্ত লোকবল এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আত্রেয়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যায় সুদীপ। 

    অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন একটি দমবন্ধ পরিবেশে দিন কাটাতে থাকে আত্রেয়ী। বহির্জগৎ বিচ্ছিন্ন হয়ে ক্রমাগত সে পরিচিত হয় উগ্রপন্থী হিসাবে পরিচিত মানুষগুলোর সঙ্গে। বুঝতে শুরু করে তাদের জীবনযাত্রা, দাবি, পাওয়া না পাওয়ার গল্প। শেষ পর্যন্ত কি আত্রেয়ীকে উদ্ধার করতে পারবে সুদীপ? এই বিচ্ছিন্ন দিনযাপন কি কোনো নতুন সমস্যা বা সম্ভাবনার জন্ম দেবে? জানতে হলে দেখতে হবে একটি রাজনৈতিক থ্রিলার ‘তুষাগ্নি’। এই ছবিতে অনেকদিন পর প্রধান চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে (আত্রেয়ী চরিত্রে)। তাঁর বিপরীতে সুদীপ চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। প্রসঙ্গত ‘তুষাগ্নি’ অর্জুন-অমৃতা জুটির দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘জানলা দিয়ে বৌ পালালো’-তে প্রথমবারের জন্য দেখা গিয়েছিল। সেই ছবি বক্সঅফিসে খুব একটা লাভের মুখ দেখেনি। ‘তুষাগ্নি’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দেবেশ রায় চৌধুরীকে। গল্প এবং চিত্রনাট্য সাজিয়েছেন স্বয়ং পরিচালক। এটি রাণা ব্যানার্জির দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি। এর আগে তিনি ‘দৃশ্যান্তর’ নামক একটি ছবি বানিয়েছিলেন। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার অনেকদিন পর আবার সঙ্গীত পরিচালনা করছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিতে ছবিতে গান গেয়েছেন তীর্থ ভট্টাচার্য এবং অদিতি মুন্সি। সম্পাদনা করছেন রবিরঞ্জন মৈত্র এবং চিত্রগ্রাহক দীপ্যমান ভট্টাচার্য।

     

    এর আগে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রাজনৈতিক ছবি একাধিক তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি হয়েছে থ্রিলারও। কিন্তু রাজনৈতিক থ্রিলার প্রায় হয়নি বললেই চলে। সেখানে দাঁড়িয়ে এই ছবির গুরুত্ব রয়েছে। আগামী ১৪ জুন বড়োপর্দায় মুক্তি পাচ্ছে তুষাগ্নি। এখন অর্জুন আর অমৃতার কেমেস্ট্রি দ্বিতীয়বারের জন্য কতটা জমে ওঠে তা দেখার জন্য অল্প সময়ের অপেক্ষা। বক্সঅফিসই বা কী বলবে! সবটাই বোঝা যাবে ১৪ জুন। ছবিটি নিবেদন করছে পার্পেল মুভি টাউন এবং প্রযোজনা করছে ওপেন ডোর এন্টারটেইনমেন্ট প্রাঃ লিঃ।

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @