No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    দুর্ঘটনায় আহতদের জন্য অভিনব পরিষেবা আনছে পিজি

    দুর্ঘটনায় আহতদের জন্য অভিনব পরিষেবা আনছে পিজি

    Story image

    দুর্ঘটনায় আহত রোগীদের জন্য যাতে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য চলতি মাসেই এসএসকেএম হাসপাতালে চালু হতে চলেছে অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এটি রাজ্যের দ্বিতীয় ট্রমা সেন্টার হতে চলেছে। 

    পিজি হাসপাতাল কর্তৃপক্ষ মারফত জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই ট্রমা সেন্টার চালু করার জোর কদমে প্রস্তুতি চলছে। ট্রমা ভবনের একতলায় থাকবে দুর্ঘটনায় আহত রোগীদের জন্য ‘ডেডিকেটেড’ জরুরি বিভাগ। যে রোগীর দ্রুত ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা দরকার, তাঁকে সঙ্গে সঙ্গে ‘রেড জোন’-এ ভর্তি করে প্রাণদায়ী চিকিৎসার ব্যবস্থা থাকবে। তার পাশাপাশি থাকবে প্রয়োজনীয় ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরের বন্দোবস্তও। 'ইয়োলো জোন'-এ থাকবে অপেক্ষাকৃত কম চোট পাওয়া রোগীদের পর্যবেক্ষণে রাখার পরিষেবা। আর যে সমস্ত রোগীকে শুধু প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া যাবে, তাঁদের জন্য থাকছে 'গ্রিন জোন'।

    ট্রমা সেন্টারের গোটা পরিষেবাকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য এইমসে দু’সপ্তাহের প্রশিক্ষণে গেছেন ৩ জন চিকিৎসক, ৫ জন নার্সিং কর্মী আর হাসপাতালের একজন প্রশাসনিক কর্তা। পশ্চিমবঙ্গের সেরা এই সরকারি হাসপাতালে সারা বছরই বহু রোগী ভর্তি হন, এই ট্রমা সেন্টার চালু হলে তাই উপকৃত হবেন অনেকেই।  

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @