No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ট্রাম মিউজিয়াম ও নতুন আড্ডা জোন

    ট্রাম মিউজিয়াম ও নতুন আড্ডা জোন

    Story image

    কলকাতায় এসে কোথায় বসে আড্ডা দেবেন ভাবছেন? আড্ডা সঙ্গে পেতে চান ঐতিহ্যের ছোঁয়া? চলে আসুন কলকাতা ট্রাম মিউজিয়াম ও ক্যাফেটেরিয়াতে। গরম চা অথবা কফি হাতে পরিচিত হন কলকাতার ট্রামের ইতিহাসের সঙ্গে।

    কলকাতা ট্রামের ১৫০ বছরের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরার জন্যে কলকাতা ট্রামওয়ে কোম্পানি (CTC) এই অভিনব ট্রাম মিউজিয়াম তৈরি করেছে। ২০১৪ সালের ২৯শে সেপ্টেম্বর উদ্বোধন করা হয় কলকাতা ট্রাম মিউজিয়ামটির। স্মৃতি বিজড়িত এই মিউজিয়ামের নাম দেওয়া হয় ‘স্মরণিকা’।

    ধর্মতলার ট্রাম ডিপোয় রাখা হয়েছে এই মিউজিয়াম ট্রামটি। ট্রাম মিউজিয়ামে ১০টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। প্রথম কামরাটি ক্যাফেটেরিয়া, দ্বিতীয় কামরা হল মিউজিয়াম। কলকাতায় ট্রামের শুরুর দিনগুলি সম্পর্কিত নানা খুঁটিনাটি ইতিহাস জানা যাবে এখানে। এটিই দেশের একমাত্র ট্রাম মিউজিয়াম।

    পরাধীন ভারতে কলকাতাতেই প্রথম ট্রাম চলাচল শুরু হয় ১৮৭৩ সালের ২৪শে ফেব্রুয়ারি। তখন ঘোড়ায় টানা ট্রাম চলত। ১৮৮২ সাল পর্যন্ত স্টিম ইঞ্জিন এবং ১৯০৩ সালের পর থেকে বিদ্যুৎচালিত ট্রাম শুরু হয়।

    কামরার দেওয়াল জুড়ে পুরানো কলকাতার ছবি ও ট্রামের বিবর্তনের ছবি লাগানো আছে। ছোট কাচের বাক্সে রাখা আছে প্রথম ঘোড়ায় টানা ট্রামের রেপ্লিকা। দেওয়ালে সাজানো ট্রাম কন্ডাকটরদের বাহুবন্ধ, ট্যাসেল থেকে ব্যবহারিক টুপি, ব্যাজ ও বেল্ট। দেখে নেওয়া যাবে ট্রামটিকিটের বিবর্তনের ইতিহাস। কাচের বাক্সে দেখা যাবে বলাকা ট্রামের রেপ্লিকা, ফ্লাট ওয়াগন এর রেপ্লিকা সহ আরো কিছু জিনিস। এছাড়াও ট্রাম সম্পর্কিত অনেক কাহিনী। দেওয়াল জুড়ে ফ্রেমে সাজানো আছে পুরানো দিনের ট্রামের পথচলার গল্প।

    এই মিউজিয়াম খোলা থাকে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ। দুই কামরা বিশিষ্ট এই মিউজিয়ামটি হয়তো আর পাঁচটা মিউজিয়ামের মত বড় নয়, কিন্তু কলকাতা শহর তথা কলকাতা ট্রামের ইতিবৃত্তে অন্যতম ধারক ও বাহক।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @