আলিপুরদুয়ারের উত্তর মেন্দাবাড়ি : রাভাদের ঐতিহ্যবাহী তাঁত ও অন্যান্য
আলিপুরদুয়ারের মেন্দাবাড়ি, পোরো, ফালাকাটার দেওগাঁও-সহ বিভিন্ন এলাকায় রয়েছে রাভাদের গ্রাম। তবে আজ আমরা যাচ্ছি আলিপুরদুয়ারের উত্তর মেন্দাবাড়ি-তে। উত্তরবঙ্গের প্রাচীন নৃগোষ্ঠী হিসাবে পরিচিত রাভা। শোনা যায়, একসময় তাঁরা নাকি ঘর থেকে বেরই হতেন না। বাইরের কেউ তাঁদের জঙ্গল বস্তিতে এলে ঘরের কোণেই মুখ লুকোতেন। তবে আজকের ছবি পুরো বদলেছে। বিশ্বায়ন এসেছে তাঁদের জীবনযাত্রাতেও। আমাদের সঙ্গে শুধু গল্পই জুড়লেন না, শোনালেন গান, দেখালেন নিজেদের তৈরি করা পোশাক, মধ্যাহ্নভোজনেও খামতি ছিল না।
আরও পড়ুন: কেমন আছে রাভা জনগোষ্ঠী?
রাভা জনজাতি-র মুখে আজ হাসি ফুটেছে। রোজগেরে তাঁতি দেখছেন অর্থের মুখ। শহর থেকে বায়না আসে প্রায়ই। সপ্তাহের একটা দিন বাড়ির মেয়েরা নিয়ম করে যান স্থানীয় চার্চে, প্রার্থনা করেন। সেদিন বাড়ির কাজ সামলান পুরুষেরা। এটাই তাঁদের সাংসারিক বোঝাপড়া।
গ্রামের প্রতিটি ঘর থেকে শোনা যায় তাঁত যন্ত্রের খটখট শব্দ। পোশাক তৈরির কাজ বংশ পরম্পরায় করে আসছেন রাভা জনজাতির মহিলারা। যদিও রাভাদের তাঁত-এ বিশেষ বৈশিষ্ট্য নেই, বাড়ির কাজ সামলে তৈরি করেন মেয়েদের পরনের লুফন বা কাম্বান। পুরুষদের পরনে এসেছে জিনস, টি-শার্ট, কিন্তু মহিলারা রক্ষা করে চলেছেন নিজেদের সংস্কৃতি। আজও। সংস্কৃতির চাকা ঘোরে এভাবেই। এভাবেই বাঁচতে ভালোবাসেন রাভা জনগোষ্ঠী।
_____
প্রতিবেদন, ভাষ্যপাঠ, ক্যামেরা ও সম্পাদনা: সুমন সাধু
সহযোগিতা: শ্যাম বিশ্বাস, আশিস বমন