দার্জিলিংয়ে ফিরছে সাতসকালের জয়রাইড, চলবে ঘুম স্টেশন পর্যন্ত

দার্জিলিংয়ে যাঁরা নিয়মিত বেড়াতে যান, তাঁরা জানেন প্রতিদিন সকালে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত ১৪ কিলোমিটার টয় ট্রেন চলত। সাতসকালের জয়রাইড বন্ধ হয়েছে অনেক দিন হল। কিন্তু আবার ফিরছে সেই নস্টালজিয়া। এমনই এক খবর ঘোষণা করা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর তরফে।
ডিএইচআর-এর তরফে স্থির করা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই জয়রাইডের সংখ্যা ৮ থেকে বেড়ে হচ্ছে ১৩। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যাতে সকালে টয় ট্রেন পরিষেবা ফের চালু করা হয়। শুধুমাত্র পর্যটক নন, স্থানীয় অনেক স্কুল-কলেজ পড়ুয়া ও চাকরিজীবীদের একান্ত ভরসার যান ব্যবস্থা ছিল এই সকালের টয় ট্রেন। তাই সকলের কথা মাথায় রেখেই, দার্জিলিং থেকে দিনের প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। গন্তব্য হবে সোজা ঘুম স্টেশন। দুই বছর আগে, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয়ট্রেন সফরে চাঙ্গা হয়েছিল ফ্রি ওয়াইফাই।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৯ সালে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের যাবতীয় সম্পত্তিকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। দার্জিলিং টয় ট্রেনের নির্মাণ সময় ১৮৭৯ থেকে ১৮৮১ সাল। এটি এখনও বাষ্পচালিত ইঞ্জিনে চলে। অস্ট্রিয়ার সেমারিং রেলওয়ের পর এই টয় ট্রেন বিশ্ব ঐতিহ্য মর্যাদাপ্রাপ্ত দ্বিতীয় রেলপথ। দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত ১৪ কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।