অবলা প্রাণীদের গায়ে রং দিলে জরিমানা-সহ ছয় মাসের জেল

দোলের দিন মজা পেতে খানিক ইচ্ছা করেই পথকুকুর বা বেড়ালদের গায়ে রং লাগান এক শ্রেণির মানুষ। প্রবণতা আটকাটে প্রতিবছর নানান প্রচারও চলে। সামাজিক মাধ্যমেও সোচ্চার হন নেটাগরিকরা। তার পরেও সচেতনতা তৈরি হয়নি একাংশের। তাই এবারের দোল ও হোলিতে অন্যান্য বছরের মতোই কড়া ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। কুকুর, বেড়াল, গরু, ছাগল ও অন্যান্য অবলা প্রাণীদের শরীরে আবির বা রং ছেটালে নেওয়া হবে আইনি ব্যবস্থা। পুলিশকর্তারা জানিয়েছেন, ছয় মাসের জেলও হতে পারে।
পিচকিরির টার্গেট বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। অবলা প্রাণীদের গায়ে রং বা আবির ছেটালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পশু চিকিৎসকদের মতে, অবলাপ্রাণী বিশেষ করে কুকুরদের পক্ষে রং ভীষণ ভাবে বিপজ্জনক। কুকুরের চামড়া মানুষের তুলনায় প্রায় ছয় গুণ পাতলা। রঙের মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক সহজেই কোষের মধ্যে ঢুকে ক্ষতের সৃষ্টি করে, ক্যান্সারও ছড়িয়ে পারে গোটা শরীরে। এবং তা সংক্রামক। অন্যান্য সুস্থ কুকুরের শরীরেও তা ছড়িয়ে যেতে পারে। বিষাক্ত রাসায়নিক কুকুর বা বেড়ালের চোখে গেলে চোখ অন্ধ হয়ে যাবার সম্ভাবনা প্রবল।
তাই পিচকিরির টার্গেট বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। অবলা প্রাণীদের গায়ে রং বা আবির ছেটালে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস আইনে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যদি প্রথমবার এরকম ধরনের অপরাধ করেন তাহলে জরিমানা দিতে হবে, অন্যথায় ছয় মাসের জেল হবে। উল্লেখ্য, হোলি বা দোলে অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে বিধাননগর পুলিশ কমিশনারেট।