“জাতীয় পুরস্কার পাওয়ার পর জীবনে কোনও বদল আসেনি”

রূপঙ্কর বাগচী একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার এবং গীতিকার। সৃজিত মুখার্জী পরিচালিত ‘জাতিস্মর’ চলচ্চিত্রে “এ তুমি কেমন তুমি” গানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। বাবা রিথেন্দ্রনাথ বাগচীর কাছ থেকে শিখেছেন ক্লাসিকাল গান, আর মা সুমিত্রা দেবীর থেকে শেখেন রবীন্দ্রসঙ্গীত। এছাড়াও তাঁর দুই গুরু সুকুমার মিত্র এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়। হাসিখুশি প্রাঞ্জল এই সঙ্গীতশিল্পীর সঙ্গে কথা বললেন বঙ্গদর্শনের প্রতিনিধি সুমন সাধু।
• এখন পুজো বা প্রায় সারা বছর অ্যালবাম তেমন একটা বেরোচ্ছে না, বরং সিঙ্গেল গান হচ্ছে প্রধানত ইউটিউব প্ল্যাটফর্মকে মাথায় রেখে। এই অ্যালবাম ভার্সেস সিঙ্গেল ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন?
সময়ের সঙ্গে চলতে গেলে এইভাবেই চলতে হবে বলে আমি মনে করি। যেভাবে পিচ কারেকশনের জন্য সফটওয়্যার এসেছে বা অন্যান্য টেকনিকাল জিনিসপত্র এসেছে তাতে এইভাবেই কাজ করতে হবে। কারণ যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টাকে তো অস্বীকার করতে পারব না। ঠিকই, এখন অ্যালবামের সময় না, সিঙ্গেলের সময়। এটা কিন্তু আগেও হত। ছোটবেলায় দেখতাম এক দুটো করে সিঙ্গেল রেকর্ড বেরতো। এখন দশটা করে গানের থেকে একটা করে গান রিলিজ হচ্ছে এটাই ভালো।
• আপনাকে যদি বলা হয়, আপনার পূর্বসূরি কারা? মানে, ঠিক কোন ধারার গানের উত্তরাধিকারী আপনি, কী বলবেন?
মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, আরডি বর্মণ, এসডি বর্মণ আমি এঁদের উত্তরসূরি। এঁদের ফলো করে চলেছি।
• আপনার বহু গানের কথা, সুর আপনার নিজের। গীতিকার বা সুরকার হিসাবে নিজেকে ঠিক কীভাবে দেখেন?
দ্যাখো, নিজেকে নিয়ে দু-চার কথা বললে সেখানে শুধুমাত্র বিনয় বেরিয়ে আসবে। নিজেকে তো আমি খারাপ বলতে পারি না। নিজের কাজ তো ভালোই লাগে সবার। এই প্রশ্নটা দর্শকদের করলে তাঁরা ভালো উত্তর দিতে পারবেন। তবে নিজেকে নিয়ে যদি রেটিং করি তাহলে বলব, গীতিকার হিসাবে নিজেকে দশের মধ্যে পাঁচ দেবো এবং সুরকার হিসাবে দশে ছয়।
• “ও চাঁদ” বা “ভোকাট্টা” এই ধরনের বিপুল জনপ্রিয় গানগুলোর কাছে ফিরে যেতে ইচ্ছা করে? পুরনো রূপঙ্করকে আপনি কতটা মিস করেন?
আমি কোনও পুরনো জিনিসকেই মিস করি না। কারণ পুরনো যা কিছু সব তো আমার সঙ্গেই রয়েছে। সেগুলো নিয়েই আমি চলেছি। আমার ছোটবেলা, পুরনো গান, পুরনো সুর এখনও তো রয়েছে। বিভিন্ন শো-তে সেগুলো গাইছি। সময়ের সঙ্গে সঙ্গে আমার ভাবনা চিন্তাও পাল্টেছে। রবীন্দ্রনাথের গান আগে যেভাবে শুনতাম এখন সেইভাবে আর শুনি না। টেস্টগুলো তো মানুষের পাল্টে পাল্টে যাচ্ছে।
• বাংলা সিনেমার প্লেব্যাকের ধরন বদলাচ্ছে বলে মনে করেন? নিউ জেনারেশন বাংলা সিনেমার লিরিক, গান কি ভালো গানের খিদে মেটাচ্ছে?
হ্যাঁ গানের ধরন তো চেঞ্জ হবেই। আগে যেমন একসঙ্গে সবাই মিলে গান রেকর্ড করা হত, এখন আলাদা আলাদাভাবে ট্র্যাক হয়। কিন্তু গান তো ভালো হচ্ছে। সেটাই জরুরি। অ্যারেঞ্জমেন্টের ধরনটা পাল্টে গেছে। আমার তো মনে হয় দর্শক সব দিক থেকে তৃপ্ত। ওই যে আগে বললাম সময়ের সঙ্গে সঙ্গে মানুষের টেস্ট পাল্টাচ্ছে। এখনকার গান এখনকার সময়ের প্রতিচ্ছবি, এটাই দরকার।
• “এ তুমি কেমন তুমি”-র জন্য জাতীয় পুরস্কার। তারপর জীবনে কতটা বদল এসেছে?
জাতীয় পুরস্কার পাওয়াটাই হয়েছে। আর কোনো বদল আসেনি। কিছুই বুঝতে পারিনি। না আমার চারটে পাখনা গজিয়েছে, না একটা লেজ গজিয়েছে। রূপঙ্কর সেই একইরকম আছে।
• শেষ ১৫ বছরের বাংলা গানের ধারায় নিজেকে কীভাবে দেখতে পান?
ভালোভাবেই আছি। সুন্দরভাবে বেঁচে আছি। জীবনে অনেককিছুই পেয়েছি যা হয়ত পাবার কথা ছিল না। আমার থেকে অনেকবেশি ট্যালেন্টেড শিল্পী রয়েছেন যাঁদের সামনে গেলে সত্যিই লজ্জা করে। অনেক কম শিখে, অনেক কম জেনে এতবেশি সাকসেস আমার পাওয়ার কথা হয়ত ছিল না।
• রিয়ালিটি শো নিয়ে আপনার কী মত? আপনার মনে হয় যে তারা শো থেকে বেরিয়ে যথাযথ সুযোগ পাচ্ছে?
এখন তো একটা রিয়ালিটি শো-তে রয়েছি। সুতরাং আমার খুব ভালোই লাগে। আর অনেক প্রতিযোগীই আছেন যারা প্রচুর শো করছেন, ফিল্মে গান গাইছেন। অনেক রোজগার করছেন।
আরও পড়ুন
প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘বাংলা’র সুর
• কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। অনেকেই ক্লাসিক্যাল বেস তৈরি করে রিয়ালিটি শো-তে যাচ্ছে। আবার শো থেকে বেরিয়ে এসে বিভিন্ন অনুষ্ঠানে মানে কলেজ ফেস্ট বা পাড়ার জলসাতে গান গাইছে, যেখানে ক্লাসিক্যাল গানের চল তো খুব বেশি নেই। সেক্ষেত্রে কিছু পাবলিক ডিমান্ড থাকে। গলার সুরও তো অনেকক্ষেত্রে নষ্ট হয়।
সেক্ষেত্রে পাবলিক ডিমান্ডের গান না গাইলেই হল। সেটা তো তাঁর ব্যক্তিগত ইচ্ছে। এটা নিজস্ব ব্যাপার, রিয়ালিটি শোয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
• আপনাকে তো অভিনয় করতেও দেখা যাচ্ছে। শুনেছি ছেলেবেলায় থিয়েটার করতেন। অভিনেতা রূপঙ্করকে কি দর্শক এবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন?
‘বিদায় ব্যোমকেশ’ ছবিতে আমি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করেছি। আর থিয়েটার শুধুমাত্র ছেলেবেলায় করেছি এমনটা নয়, এখনও করি। আলাদাভাবে অভিনয় নিয়ে ভাবি না। তবে ভালো চরিত্রের কথা কেউ যদি বলেন, তবে ভালো লাগলে করব। এটা আমার প্রায়োরিটি নয় কখনই।
ছবি সূত্র- রূপঙ্কর.কম