১৩৬ বছরের শালিমার ওয়ার্কার্সকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিল পরিবহন দপ্তর

১৮৮৫ সালে তৈরি হওয়া ঐতিহ্যবাহী শালিমার ওয়ার্কস লিমিটেড কারখানা ১৯৮০ সাল নাগাদ তৎকালীন রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল। এক সময় যথেষ্ট সুনামের সঙ্গে জল পরিবহণের নানা যানবাহন তারা তৈরি করলেও ধীরে ধীরে সরকারি উদাসীনতায় তা ধুঁকতে থাকে। জাহাজ তৈরির এই কারখানা পুনর্নির্মাণে এবার দায়িত্ব নিতে চায় নবগঠিত রাজ্য সরকার।
জাহাজ তৈরির কারখানা শালিমার ওয়ার্কস লিমিটেডের পুনরুজ্জীবনে উদ্যোগী হল পরিবহণ দপ্তর। প্রয়োজন মতো ভেসেল, লঞ্চ, প্রমোদতরীর বরাত এখন থেকে ব্রিটিশ আমলে হাওড়ায় গঙ্গার পারে তৈরি এই কারখানাকেই দেওয়া হবে বলে জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এর পাশাপাশি অর্থনৈতিক যেসব জটিলতা ইতিমধ্যে হয়ে রয়েছে, সেগুলির সমাধান, সংস্থার অধীন যে জায়গা ফাঁকা পড়ে রয়েছে, তার সদ্ব্যবহার, একটি ছোট ‘ড্রাই ডক’ নির্মাণ-সহ একধিক পদক্ষেপ করছে পরিবহণ দপ্তর। সোমবার মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেই শালিমারের কারখানা ঘুরে দেখেন।এদিন সংবাদ মাধ্যমকে তিনি জানান, “রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুরকে এই সংস্থা পরিচালনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। সংস্থার পুনরুজ্জীবনে প্রথম কাজ হবে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। তারপর রাজ্য সরকারের বরাতগুলি পেলেই সংস্থা অনেকটাই প্রাণ ফিরে পাবে। সার্বিকভাবে ‘রিভার ট্রাফিক’ ব্যবস্থাকে উন্নত করতে বিশ্বব্যাঙ্কের অর্থসাহায্যে বড়ো প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। সেই প্রকল্পের আওতায় লঞ্চ, ভেসেল নির্মাণ ও মেরামতির অনেক কাজই শালিমারের সংস্থাটিকে দেওয়া যাবে।”
রাজ্য সরকারের এমন উদ্যোগে উৎসাহিত এখানকার সাধারণ শ্রমিক-কর্মচারীরা। আশা করা যায়, খুব শীঘ্রই কাজ শুরু হবে।
ছবিসূত্রঃ দ্য শালিমার ওয়ার্কার্স লিমিটেড