বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
১১ জুলাই, ২০১৯ ০০:৫৪:৩০
নতুন চোখে বিষ্ণুপুরকে চেনাচ্ছে রাজ্য পর্যটন দপ্তর
হাজার বছরেরও বেশি পুরোনো বিষ্ণুপুরের ইতিহাস বহন করে চলেছে এক সমৃদ্ধ উত্তরাধিকার। এখানকার প্রাচীন সব মন্দির, ধ্রুপদী সংগীত, বালুচরী-স্বর্ণচরী, দশাবতার তাস, বিশাল দলমাদল কামান – সব কিছু নিয়ে বাংলা তো বটেই, সমস্ত ভারতেই অনন্য হয়ে রয়েছে এই জনপদ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর তাদের ভিডিওতে সেই রহস্যময় বিষ্ণুপুরকে নতুন করে ভ্রমণপিয়াসু এবং ইতিহাসপ্রেমী মানুষের কাছে হাজির করল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন।