বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২৭ জুলাই, ২০২৪ ১০:১৬:৩০
শনিবারের কড়চা : শেষ সংখ্যা

১০০টি সংখ্যা প্রকাশের পর অবশেষে শেষ হল শনিবারের কড়চা-র জার্নি। বাংলার নিজস্ব আর্ট, ক্রাফটস, জেলার ইতিহাস, প্রান্তিক যৌনতা, কিংবদন্তি পরিচালক-অভিনেতা-কবি-লেখকদের নিয়ে বিশেষ সংখ্যা প্রতিনিয়ত প্রকাশ করেছে এই ওয়েবজিন। পড়ুন শনিবারের কড়চার ১০০তম সংখ্যা।