২৩টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবির প্রদর্শন, শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ মঙ্গলবার, ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর (29th Kolkata International Film Festival)। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বলিউড অভিনেতা সালমান খান (Salman Khan) প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনিল কাপুর ও কামাল হাসান। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভট্ট এবং বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন KIFF অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, KIFF চেয়ারম্যান রাজ চক্রবর্তী-সহ টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। উদ্বধনী অনুষ্ঠান শুরু হয় পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ সমবেত সংগীতের মাধ্যমে। সমবেত নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চূর্ণি গাঙ্গুলি এবং জুন মালিয়া।
KIFF উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, “এ বছর বিশ্বের ৩৯টি দেশের ২১৯টি ছবির প্রদর্শনী হবে। পুরস্কারমূল্য তো বটেই, জনপ্রিয়তার দিক থেকেও বিশ্বের অন্যতম সেরা এই চলচ্চিত্র উৎসব।”
আগামীকাল অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে মেতে উঠবে সিনেমাপ্রেমী দর্শকরা। শুধুমাত্র কলকাতা নয়, শহরের বাইরে বিভিন্ন জেলা, এমনকি অন্যান্য রাজ্য ও দেশ থেকে সিনেপ্রেমীরা ভিড় করেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবছর সিনেমা বিষয়ক মাস্টার ক্লাসে অংশ নেবেন বলিউড অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। এছাড়া পরিচালক অনুরাগ কাশ্যপ উৎসবে উপস্থিত থাকবেন তাঁর চর্চিত ছবি ‘কেনেডি’-র প্রদর্শন উপলক্ষ্যে। এবারে উৎসবের থিম সং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গেয়েছেন অরিজিৎ সিং। গানের কথা পরিমার্জন ও পরিবর্ধন করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আজ উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখানো হচ্ছে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ও উত্তম কুমার- তনুজা অভিনীত ছবি ‘দেয়া নেয়া’। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। এবছর চলচ্চিত্র উৎসবে থাকছে ভারতীয় খেলাভিত্তিক ছবি এবং পরিবেশ ভিত্তিক ছবি। বিশেষভাবে উল্লেখযোগ্য, পুরোনো দিনের মতো ৩৫ এমএম প্রোজেক্টারে ছবি দেখানো হবে রাধা স্টুডিওতে। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি প্রদর্শিত হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এই বছর কলকাতার সরকারি হলগুলি ছাড়াও সিনেমা প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে উল্লেখযোগ্য কয়েকটি বেসরকারি সিনেমাহলকেও। উৎসবের ২৯তম সংস্করণে অশোকা সিনেমা, অজন্তা সিনেমা, মেনকা সিনেমা, প্রাচী, স্টার থিয়েটার, মিনার, বিজলি, নিউ এম্পায়ার, অশোকা সিনেমা, আইনক্স (সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো), পিভিআর (মনি স্কোয়ার)-সহ শহরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ এবং শৈলেন্দ্র, শার্লটন হেস্টন, রিচার্ড অ্যাটেনবার্গ, ওস্মেন সেমবেন, লিন্ডসে অ্যান্ডারসনকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ রয়েছেন আরও তিন ব্যক্তিত্বের ছবি। ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ইন সার্চ অফ আইডেন্টিটি এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অন্যান্য বছরের মতো সেরা ছবিগুলিকে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি, হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি, নেটপ্যাক অ্যাওয়ার্ড-সহ আরও নানান পুরস্কার। উল্লেখ্য, KIFF-এর পুরস্কার মূল্য সারা পৃথিবীর অন্যান্য চলচ্চিত্র উৎসবের মধ্যে সবচেয়ে বেশি। এবছর ফোকাস কান্ট্রি স্পেন ও অস্ট্রেলিয়া।
ভারত-সহ এবছর চলচ্চিত্র উৎসবে থাকছে ইরান, রোমানিয়া, সিরিয়া, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, কাজাকিস্তান, রাশিয়া, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, কোস্টারিকা, মরক্কো, পর্তুগাল, পাকিস্তান, স্লোভাকিয়া, চিলি, সুডেন, ব্রাজিল, নেপাল, ইউক্রেন, বেলজিয়াম, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, কানাডা, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশ থেকে অসামান্য সব ছবি। রোমান পোলান্সকি, কেন লোচ, লাভ দিয়াজ, নুরি সিলান, হিরোকাজু কর-ইদা, দারিয়ুশ মেহেরজুই-সহ বিশ্বের গুরুত্বপূর্ণ পরিচালকদের সাম্প্রতিক ছবি এবছরের বাড়তি পাওনা।