No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    থাকবো নাকো বদ্ধ ঘরে : থার্ড আই-এর ২২তম ভিস্যুয়াল আর্ট উৎসব

    থাকবো নাকো বদ্ধ ঘরে : থার্ড আই-এর ২২তম ভিস্যুয়াল আর্ট উৎসব

    Story image

    কটা সময় ছিল যখন মানুষ ফটোগ্রাফিকে শুধুই শখ পূরণের অঙ্গ ভাবতেন, কিন্তু মানুষের এই শখই আজ তার রুজি রোজগারের হাতিয়ার হয়ে উঠেছে। ফটো জার্নালিজম, কমাশির্য়াল ও ফ্যাশন ফটোগ্রাফি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি এবং ওয়াইল্ড লাইফ ও নেচার ফটোগ্রাফি, আলোকচিত্র আজ বিভক্ত হয়েছে বিভিন্ন ভাগে। তবে ললিতকলা অর্থাৎ ফাইন আর্টের মূল তিনটি স্তম্ভ – চিত্রকলা, ভাস্কর্য ও আলোকচিত্র প্রচার ও প্রসারের জন্য ‘থার্ড আই’ বিগত ৩৫ বছর ধরে লড়াই করে চলেছে।

    থার্ড আই প্রথম থেকেই ছবির মাপ ও মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্রতী ছিল। কখনও ট্রান্সলাইট, কখনও কোল্ড ল্যামিনেশন, কখনও ক্যানভাস প্রিন্ট। কিন্তু ২২তম আর্ট উৎসবের প্রথম পর্যায়ের প্রদর্শনীতে ঠিক বিপরীতমুখী পথে হাঁটছে থার্ড আই। প্রতিটি ছবি আর্কাইভাল ক্যানভাসে প্রিন্ট হলেও ছবির মাপ ৮’’ x ১২’’। চিত্রকলা জগতে মিনিয়েচার পেইন্টিং-এর জনপ্রিয়তা ও বিশাল পরিচিতি থাকা সত্ত্বেও ফটোগ্রাফি জগতে ‘মিনিয়েচার ফটোগ্রাফি’ শব্দটা প্রায় অচল। বিশ্ব শিল্পকলা জগতের দিকে তাকিয়ে এবার ভারতবর্ষ তথা কলকাতায় থার্ড আই একটি বড়ো মাপের ‘মিনিয়েচার ফটোগ্রাফি’ প্রদর্শনী করতে চলেছে আলতামিরা আর্ট গ্যালারিতে, ‘থাকবো নাকো বদ্ধ ঘরে…’ শিরোনামে। প্রতিদিন সন্ধ্যায় একাধিক স্লাইড শো, বিভিন্ন ধরনের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিদিন ফটোগ্রাফি স্লাইড-এর সঙ্গে কবিতা পাঠ, স্মৃতিচারণ, সময় ভাবনার প্রতিফলন ধরা পড়বে এই সময়ের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্যিক, সমালোচক, নাট্যকর্মী, সিনেমা ব্যক্তিত্ব, শিল্পীদের কথায় ও আলাপে এবং প্রদর্শনী কক্ষে উপস্থিত সংস্কৃতিমনস্ক শিল্পরসিক দর্শকদের সঙ্গে ভাব বিনিময়ের আদান প্রদানে।

    এই প্রদর্শনীতে থাকছ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী অতনু পাল সহ থার্ড আই-এর ২৫ জনের বেশি সদস্যের ন্যাশনাল জিওগ্রফিক, পপুলার ফটোগ্রাফি, কানাডার কিউবেক প্রদর্শনী সহ বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রদর্শিত, পুরস্কৃত ও গৃহীত আলোকচিত্রের ছোটো মাপের আর্কাইভাল ক্যানভাস। এছাড়া বিগত কয়েক বছরের আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ন্যাশনাল জিওগ্রাফিক ক্যালেন্ডার নির্বাচিত, ন্যাশনাল জিওগ্রাফিক কালেক্টরস্‌ এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিক আয়োজিত কোরিয়ার ওয়ার্ড অফ মিস্ট্রি প্রদর্শনীর কিছু ছবি থাকছে এই প্রদর্শনীতে। আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ থেকে ৩ জানুয়ারি ২০২২ আলতামিরা আর্ট গ্যালারিতে উদ্‌যাপিত হতে চলেছে থার্ড আই-এর ২২তম ভিস্যুয়াল আর্ট উৎসব। শিল্প ও সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য এই প্রদর্শনী  খোলা থাকবে প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৮টা।

    ছবি সৌজন্যেঃ থার্ড আই

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @