বয়ঃসন্ধির রং থেকে রাজনীতির টানাপড়েন – বাবলু, গৌরীর বর্ণহীন জীবনের গল্প
বয়ঃসন্ধি, তার নানারকম রং, তার ভাঙাগড়া, সর্বোপরি রাজনীতিকরণ – এই সবকিছুই উঠে এসেছে তুষার বল্লভের প্রথম বাংলা ছবি ‘বাকি ইতিহাস’-এ। বয়ঃসন্ধির সময় প্রত্যেকটা মানুষের স্বপ্নগুলো ভিন্নমাত্রার হয়, কখনও তা রঙিন, কখনও অল্প ফ্যাকাসে। এই ছবিতে কয়েকজন ‘প্রান্তিক’ মানুষের উড়ানের কথা বলা হয়েছে। ক্রমাগত প্রশ্ন করা হয়েছে, জীবনকে কীভাবে উদযাপন করা যায়। বাবলু আর গৌরী গ্রামেই থাকে। তাদের সহজ-সরল জীবনে ঢুকে পড়ে রাজনীতির টানাপড়েন। এক মুহূর্তে ছিঁড়ে যেতে থাকে তার। এই অবাধ্য তার বারবার জোড়া লাগাতে চেয়েছেন পরিচালক বাবলু আর গৌরীর মাধ্যমে।
‘বাকি ইতিহাস’ ছবিটি দেখানো হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে। ছবির শুটিং হয়েছে বাঁকুড়ার রুক্ষতায়। ছবিতে নজরকাড়া অভিনয় করলেন তন্ময় মজুমদার এবং সঙ্গীতা বল্লভ। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ রায়। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের চিত্রগ্রহণ। সমীর আইচের আর্ট ডিরেকশন। পরিচালকের থেকে জানা গেছে আগামী বছর বড়োপর্দায় মুক্তি পাচ্ছে ‘বাকি ইতিহাস’। এদিন রবীন্দ্র সদন চত্বরে বঙ্গদর্শনের পক্ষ থেকে সুমন সাধু এই ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে কথা বললেন। পরিচালকের দেখা, অভিনেতাদের কাজ করার অভিজ্ঞতা সবকিছু নিয়েই খোলামেলা এই আলোচনা।