No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    শতবর্ষ উদযাপন এবং ‘স্মৃতির কলাভবন’

    শতবর্ষ উদযাপন এবং ‘স্মৃতির কলাভবন’

    Story image

    ২০১৯ সালে বিশ্বভারতীর কলাভবন একশো বছর পূর্ণ করল। সেই উপলক্ষে সারাবছর ধরেই বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে উঠবে বিশ্বভারতী। ১৯১৮ সালের ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কলাভবন। ঠিক তার পরের বছর ৩ জুন থেকে এখানে চিত্রকলা ও সঙ্গীত চর্চা শুরু হয়। কলাভবনের খ্যাতি সারা বিশ্বজুড়ে৷ এই ভবনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু বা যোগেন চৌধুরির মতো ব্যক্তিত্বরা৷ প্রতি বছরই কলাভবন আয়োজিত নন্দন মেলায় ভিড় জমান দেশ বিদেশের বহু শিল্প রসিক। ২০১৮ সালের ডিসেম্বর মাসেও এই মেলাকে ঘিরে ছিল বিশেষ ব্যবস্থা। ২৯ নভেম্বর বৈতালিকের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল।

    কলাভবনের শতবর্ষের স্মরণীয় মুহূর্তে দেবভাষা নিবেদন করেছে কে.জি. সুব্রহ্মণ্যনের “স্মৃতির কলাভবন”। আজ থেকে পঁচিশ বছর আগে বিশ্বভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কে.জি. সুব্রহ্মণ্যনের সাক্ষাৎকার। কলাভবনকে কেন্দ্র করেই। শিল্পীর সেই সাক্ষাৎকার নিয়েছিলেন শিল্প ঐতিহাসিক আর.শিবকুমার। সেই সাক্ষাৎকার বাংলা ভাষায় অনূদিত হয়ে এবার গ্রন্থরূপ নিল। একে কেবলই গ্রন্থ না বলে, বলা ভালো এ হল বাংলার শিল্প ঐতিহ্যের এক ঐতিহাসিক দলিল। সাক্ষাৎকারটি বাংলায় তর্জমা করেছেন সংযম পাল। পাওয়া যাচ্ছে দেবভাষায় (৯/২ ফার্ন রোড, গড়িয়াহাট, কলকাতা ১৯) এবং দেজ পাবলিশিং, কলেজস্ট্রিটে। পাঠকরা এই বই সংগ্রহ করতে চাইলে দেবভাষা তা পৌঁছে দেবে আপনার বাড়িতেও।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @