No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রতীক না ব্যক্তি প্রভাব? পাহাড়ে ভোটের মূলমন্ত্র কী? - দেখুন ভিডিও

    প্রতীক না ব্যক্তি প্রভাব? পাহাড়ে ভোটের মূলমন্ত্র কী? - দেখুন ভিডিও

    উত্তরবঙ্গ মানে শুধুমাত্র পাহাড় নয়। পাহাড়-তরাই এবং সমতল মিলিয়ে মোট ৮টি জেলা রয়েছে এখানে। উত্তরবঙ্গের ভূগোল বা ইতিহাস যতটা গুরুত্বপূর্ণ, ততটাই এখানকার রাজনীতি নিয়ে আলোচনা করা যায় বিভিন্ন কোণ থেকে। বঙ্গদর্শনের টিম পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। কেমন আছে আজকের পাহাড়? চা-বাগানের শ্রমিকরা? শিলিগুড়ি-জলপাইগুড়ি-দার্জিলিং-এর মানুষ? কেন উত্তরবঙ্গের ভোট এই বিধানসভায় তাৎপর্যপূর্ণ, তার পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিশ্লেষণ করলেন আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি তথা রাজনৈতিক বিশ্লেষক বাপি ঘোষ। তাঁর সঙ্গে কথোপকথনে বঙ্গদর্শনের সাংবাদিক সুমন সাধু

    গত ১০ এবং ১৭ এপ্রিল সম্পূর্ণ হয়েছে সমগ্র উত্তরবঙ্গের ভোট। প্রার্থীদের নির্বাচনী প্রচার থেকে পাহাড়ে বিজেপি বনাম মোর্চা; তার মধ্যে আবার গুরুং-তামাংদের আলাদা হয়ে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করা – আমরাই প্রথম বিধানসভা নির্বাচন ২০২১-এর মধ্যে বিনয় তামাং-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছি দার্জিলিংয়ে তাঁর বাড়ি থেকেই। এছাড়াও দুই হেভিওয়েট প্রার্থী- তৃণমূল কংগ্রেসের গৌতম দেব এবং সিপিআই(এম)-এর অশোক ভট্টাচার্যের এক্সক্লুসিভ সাক্ষাৎকারও আমরা নিয়েছি। এখন শুনুন আজকের উত্তরবঙ্গের রাজনীতি ঠিক কোন জায়গায়!

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @