No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নয়া গ্রামের চিত্রকর রমণী

    নয়া গ্রামের চিত্রকর রমণী

    https://www.youtube.com/embed/To_WUZRyL0E

    নয়া গ্রামের পোটো পাড়ার স্বর্ণ চিত্রকর পটুয়া রমণী কুলের এক উজ্জ্বল নক্ষত্র। শৈলীগত পরীক্ষা-নিরীক্ষা ও গান চর্চা তাঁকে পটের গবেষকদের চোখে আলাদা ভাবে চিনিয়ে দেয়। প্রাচীন পট অঙ্কন ও প্রকৃতি জাত রঙের ব্যবহার টিকিয়ে রাখার অবদান তাঁরই। বাজার জাত রং তাঁর পছন্দের নয়। পটের এই পরম্পরাকে আলাদা ভাবে ধরে রাখার জন্য শিল্প সমাজে তাঁর বিশেষ খ্যাতি। তাছাড়া পট চিত্রের যে রচনা পদ্ধতি সেই পদ্ধতিতেও গ্রহণযোগ্য বদল ঘটিয়েছেন স্বর্ণ চিত্রকর। স্বামী ও পাঁচ সন্তান নিয়ে তাঁর সংসার। বড় মেয়ে ও ছোট মেয়ে কে তৈরি করেছেন অতি দক্ষতার সঙ্গে।

    বড় মেয়ে মামনি ইতিমধ্যেই মায়ের সঙ্গে ইতালি ভ্রমণ করেছে। স্বর্ণ নিত্যনতুন বিষয়কে ছবিতে আনতে চান। তাঁর করা দুটি বিখ্যাত পটের মধ্যে আছে ‘সাক্ষরতা পট’ আর ‘বৃক্ষরোপন’। আধুনিকের সঙ্গে পরম্পরাকে মিলিয়ে দিতে স্বর্ণ স্বচেষ্ট। মনসামঙ্গল, চন্ডীমঙ্গল পটের রচনে, রং নির্বাচনে, উপাদান উপস্থাপনায় স্বর্ণর এই মিশ্রণ পদ্ধতি চোখে পড়ে। তাছাড়া জড়ানো পটের শৈলীর সঙ্গে কালীঘাটের পটের শৈলীকে মিশিয়ে দিয়েছেন স্বর্ণ।

    গান শিখেছেন দুখুশ্যাম পটুয়ার কাছে। স্বর্ণ জানায় একটা সময় মেয়েরা পট আঁকতো না। পটের রং তৈরি বা নির্মাণে সাহায্য করত মাত্র। কিন্তু নয়া গ্রামের গৌরী চিত্রকরের সময় থেকে এই ধারা ভেঙ্গে যায়। স্বর্ণ, গৌরী চিত্রকরকেই তাঁর গুরু বলে স্বীকার করেন। তারপর থেকেই একে একে নয়া গ্রামের যমুনা চিত্রকর, ময়না চিত্রকর, রাণী চিত্রকরদের হাতে পট চিত্রের এক নতুন ধারা গড়ে ওঠে। এ যেন এক ‘নয়া বিষ্ময়’। এক কথায় বলা যায় যে, নয়া গ্রামের চিত্রকর রমণীরা এই ভাবে বয়ে এনেছেন মুক্তির স্বাদ। আজ স্বর্ণ চিত্রকর তাদের মধ্যে অগ্রণী। কয়েক বছর আগে কলকাতার ‘সিমা’ আর্ট গ্যালারিতে প্রখ্যাত সমকালিন সময়ের চিত্রকরদের সঙ্গে যৌথ ভাবে ছবি এঁকে শহরে হৈ চৈ ফেলে দেন স্বর্ণ চিত্রকর। সেই ঘটনা ছিল এক উল্লেখ্য যোগ্য প্রদর্শনীর উৎস। তাছাড়া কারিও কোলেডি-র ‘পিনোচিচও-র জন্যও সম্প্রতি ছবি এঁকেছেন স্বর্ণ এবং গীতা ওলফ-এর মাঙ্কি ফোটোর জন্যও পটের শৈলীতে ছবি এঁকে স্বর্ণ চিত্রকর এখন বিশ্ব জোড়া নাম।

    কৃতজ্ঞতা-ভিডিও ফোটগ্রাফার- বিষ্ণু মুখার্জি

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @