No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    নাগরিক প্রশান্তি শিল্পী শুভাপ্রসন্ন’র সাম্প্রতিক ছবিতে

    নাগরিক প্রশান্তি শিল্পী শুভাপ্রসন্ন’র সাম্প্রতিক ছবিতে

    Story image

    কলকাতার আর্ট এক্সপোজার আয়োজন করেছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নর সাম্প্রতিক কিছু বাছাই করা ছবি নিয়ে একক প্রদর্শনী। শুভাপ্রসন্নর চিন্তাভাবনা আসে তাঁর শহরের পরিবেশ- তার অসুস্থতা, অপরিচ্ছন্নতা, তার সহিংসতা এবং দুর্বলতা থেকে। শহরের খুব ছোটো ছোটো জিনিসগুলোকেই তাঁর শিল্পকলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। ১৯৬০ থেকে ১৯৭০ সালে তাঁর শিল্পকলার মধ্যে ফুটে ওঠে অবাধ্যতা ও কলকাতার রাজনৈতিক সহিংসতা।

    শুভাপ্রসন্ন কলকাতা শহরের মানুষ। এই শহরের মানুষ, বিভিন্ন জায়গা এবং শহরের স্বাতন্ত্র্যসূচক নানা মতকে তাঁর শিল্পকলার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেন বারবার। শুভাপ্রসন্ন বলেছেন, “এই পৃথিবীতে কলকাতার মতো আর দ্বিতীয় কোনো শহর নেই। এর হৃদয়ে আমি খুঁজে পাই অদ্ভুত থিম এবং বিষয়।” তাঁর চিন্তাভাবনা যে নিছক রিয়ালিস্টিক ভাষায় বর্ণনা করা যায় তা নয়, স্বপ্নের মতো, ঘোরের মতো কিছু উপাদান পাওয়া যায়। একজন চিত্রশিল্পী হিসেবে নিজের চিন্তা প্রক্রিয়া এবং দর্শনের ব্যাখ্যা দিতে গিয়ে শুভাপ্রসন্ন বলেছেন, প্রতি স্রষ্টা অর্জন করতে চায় সার্বজনীন আবেদন। একটি চিত্রকলার যথার্থতা বিচার করার সময় কোনো ভাষার সমস্যা থাকা উচিত না। থিমকে অতিক্রম করে যেতে হয়। কথা তৈরি হয় সেখানেই। একটা অনুভূতির জন্য কোনো স্পষ্ট সংজ্ঞা দেওয়া যায় না। 

    মিক্সড মিডিয়ায় শুভাপ্রসন্নর স্মল ফরম্যাটে আঁকা ছবিগুলি, দর্শকদের দেখাতে আর্ট এক্সপোজারের এই আয়োজন সত্যিই অভিনব। প্রদর্শিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য—সার্কাস, কমন উওম্যান, মাইম, কমন ম্যান, এলিফ্যান্ট ইত্যাদি। ‘কমন ম্যান’ ছবিটির বিষয় নানারকম হতে পারে- ফ্রেমহীন একটি সেতু, যা বর্ণনা করছে একজন ট্রান্সসেক্সুয়াল মানুষকে। কে জানে, শিল্পী এমনকিছু ভেবেছেন কি না! তবে এই ছবির কালার কন্ট্রাস্ট এবং দুটি হাতের আঙুলের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় মানুষটির জড়তা এসেছে কিংবা ইহলোক সম্পর্কে উদাসীন। ‘মাইম’ ছবিটি পৌঁছে যায় সরাসরি রঙ্গমঞ্চে। যেখানে মুখে সাদা রং আর ঠোঁটে লাল রঙের কন্ট্রাস্ট রীতিমতো দেখার মতো। কিন্তু অদ্ভুতরকমভাবে ফিগারটির মুখে দেখা যাচ্ছে আলতো হাসি। তার চোখদুটি বড়ই উজ্জ্বল। সমস্ত ছবির মধ্যেই একপ্রকার শান্ত নির্মল প্রশস্তি আছে। শান্ত চোখ, শরীরী ভাষ্যে নির্লিপ্ততা। শুভাপ্রসন্ন এই এক্সজিবিশনে শান্ত কিছু ফ্রেম তৈরি করলেন, যা দর্শকদের চমৎকৃত করবে। 

    প্রায় সমস্ত ছবি বা চিত্রিত ফিগারের মধ্যে নাগরিক ছাপ রয়েছে। এটিই শুভাপ্রসন্নর নিজস্ব জগৎ। তিনি বারবার তাঁর সবচেয়ে আপন শহরের কাছে, শহরের মানুষের কাছে ফিরে যেতে চান। আর্ট এক্সপোজারের আয়োজনে শিল্পী শুভাপ্রসন্নর এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর অবধি (রোববার বন্ধ)।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @