No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবি বলিউডে

    সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবি বলিউডে

    Story image

    কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার পাল্টা হিসাবে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার সাফল্যের স্বপ্নের অধ্যায়ে এটি একটি স্মরণীয় ঘটনা। আর সেই ঘটনাই এবার ৭০ এমএম ফ্রেমে বন্দি হতে চলেছে।

    প্রযোজক রনি স্ক্রিউভালা উরি হামলা ও এই সার্জিক্যাল স্ট্রাইকের ওপর একটি ছবি নির্মাণ করতে চলেছেন। ২০১৬ সালে উরির সেনা ক্যাম্পে এই হামলার ঘটনায় ১৯ জন সেনা শহীদ হন। তারপরই পাকিস্তানের মাটিতে পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। গোটা ঘটনাকেই রনির ছবিতে তুলে ধরা হবে।

    পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, এই ছবিতে অভিনয় করতে চলেছেন 'মাসান' খ্যাত ভিকি কৌশল। ছবির নাম 'উরি' হিসাবে ঠিক করা হয়েছে। উল্লেখ্য, এই মুহুর্তে ইন্ডাস্ট্রির ব্যাস্ততম অভিনেতা ভিকি কৌশল।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @