No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    লন্ডনের লিনিয়ান সোসাইটির ফেলো নির্বাচিত হলেন বাঙালি অধ্যাপক

    লন্ডনের লিনিয়ান সোসাইটির ফেলো নির্বাচিত হলেন বাঙালি অধ্যাপক

    Story image

    বছরের শুরুর দিকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মেরিন ইকোলজি ল্যাবরেটরির গবেষকরা সুন্দরবনের ঠাকুরান নদীতে সন্ধান পেয়েছিলেন নতুন এক অঙ্গুরীমাল প্রাণীর। গবেষণাটি প্রকাশ হয়েছিল বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘ইউরোপিয়ান জার্নাল অফ ট্যাকসোনমি’-তে। গবেষকদের মধ্যে অন্যতম ছিলেন প্রেসিডেন্সির জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. সুমিত মণ্ডল। এবার তিনিই বিশ্বের সবচেয়ে পুরোনো জীববিদ্যা বিষয়ক সংগঠন, লন্ডনের লিনিয়ান সোসাইটির সদস্যপদে নির্বাচিত হয়েছেন।

    এই সংগঠনটি গড়ে তোলার নেপথ্যে ছিলেন স্যার জেমস এডওয়ার্ড স্মিথ। সেই সময় সারা পৃথিবীতে বিভিন্ন প্রজাতি নিয়ে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ গবেষণা সবে শুরু হচ্ছে। প্রজাতিগুলির বৈজ্ঞানিক নামকরণের জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন কার্ল লিনিয়াস। ১৭৮৮ সালে তাঁর নামেই গড়ে উঠেছিল লিনিয়ান সোসাইটি। ১৮০২ সালে ইংল্যান্ডের রাজপরিবার থেকে স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে এই সোসাইটির ফেলো হিসাবে নির্বাচিত হয়েছেন চার্লস ডারউইন, থমাস হাক্সলে, জন ফ্র্যাঙ্কলিনের মতো বিজ্ঞানীরা। তবে এই প্রথম নয়, লিনিয়ানের সঙ্গে বাঙালি বিজ্ঞানীরা এর আগেও যুক্ত হয়েছেন। এবার সেই তালিকাতেই জুড়ে গেল অধ্যাপক সুমিত মণ্ডল-এর নাম।

     

      

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @