হ্রদের শহর মিরিক এখন আরও লোভনীয়

কয়েক বছর আগে পর্যটকরা কেবল দার্জিলিং যাওয়ার পথেই ঢুঁ মারতেন হ্রদের শহর মিরিকে। মায়াবী প্রকৃতি, সুমেন্দু হ্রদে নৌকোবিহার, সুস্বাদু খাবারদাবার – সবই উপভোগ করার মতো। কিন্তু রাতে থাকতেন না। এখন অবশ্য পরিস্থিতি বদলেছে। দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। তার নামটি এসেছে ‘মির-ইয়ক’ থেকে, লেপচা ভাষায় অর্থ ‘আগুনে পুড়ে যাওয়া এলাকা’।
অবশ্য মিরিকে কোথাও আগুনে পোড়ার চিহ্ন নেই। বরং চারদিকে ঘিরে আছে বিখ্যাত সব চা বাগান – সৌরিনী, থুর্বো, গোপালধারা, ফুগুরি। মনের প্রশান্তি চাইলে কিছুক্ষণ বসতে পারেন তিব্বতি বৌদ্ধ মঠ বোকার গুম্ফায়। পাইনের ঘন অরণ্যে গেলে ইচ্ছে করবে রহস্যময়ী প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। রামিতে দারা ভিউ পয়েন্ট থেকে চোখে পড়বে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। আরও বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলো থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ শোভা চাক্ষুষ করতে পারবেন।
তবে প্রধান আকর্ষণ সুমেন্দু হ্রদ। তাকে ঘিরে সাবিত্রী পুষ্পোদ্যান নামের বাগান। নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজে অংশ নিয়ে যুদ্ধে শহিদ হন সাবিত্রী থাপা।তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই নাম রাখা হয়েছে। হ্রদের দু’ধারে পাইন গাছের জঙ্গল। ইন্দ্রেনি পুল নামের একটি বাঁকানো সেতু দিয়ে জুড়ে আছে দুই পাড়। আজাদ হিন্দ ফৌজের আরেক শহিদ ইন্দ্রেনি থাপার স্মরণে এই সেতু। প্রায় সাড়ে ৩ কিলোমিটার লম্বা রাস্তা ঘিরে আছে হ্রদকে। একা বা কোনও সঙ্গীকে নিয়ে হাঁটলে বেশ মজা পাবেন। আকাশ পরিষ্কার থাকলে দিগন্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
মিরিকে পর্যটনকেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয় ১৯৬৯ সালে। থুর্বো চা বাগান থেকে ৩৩৫ একর জমি কিনে নেয় পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন উপলব্ধি করতে পারে, বিশ্বমানের ট্যুরিস্ট স্পট হওয়ার সম্ভাবনা রয়েছে মিরিকে। পর্যটকদের কাছে ছোট্ট এই শহরকে আরও লোভনীয় করে তোলার কাজ চলছে।
আরও পড়ুন: পুরোনো কলকাতার সর্বধর্ম সমন্বয় কেন্দ্র
বোকার মঠ
দার্জিলিং, কালিম্পংয়ের মতো পুরোনো তথা জনপ্রিয় ডেস্টিনেশনের ভিড় কমাতে এখন বিকল্প ট্যুরিস্ট স্পট তৈরি করছে রাজ্য সরকার। যেমন সিটং, রিশ্যপ, লাভা, চটকপুর, গজলডোবা। সেই তালিকায় মিরিকও রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে শহরটির গড় উচ্চতা ৫ হাজার ফুটের কিছু কম। উচ্চতম স্থান বোকার মঠ – ৫,৮০০ ফুট। সবচেয়ে নিচু অংশ হল মিরিক হ্রদ – ৪,৯০০ ফুট।
সুইস কটেজ
পর্যটকদের জন্য জিটিএ-র সুইস কটেজ প্রপার্টি ছাড়াও বেশ কয়েকটি হোটেল-রিসর্ট রয়েছে মিরিকে। যেহেতু দার্জিলিং খুব কাছেই, সেখানে গিয়েও থাকতে পারেন। দার্জিলিংয়ে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব মেঘবালিকা ট্যুরিজম প্রপার্টি (পূর্বতন দার্জিলিং ট্যুরিস্ট লজ)। সাধ্যের মধ্যেই থাকা-খাওয়ার দারুণ বন্দোবস্ত। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd.
Udayachal Tourist Lodge
DG Block (1st floor), Sec II, Salt Lake, Kolkata - 700091
Phone: 033 2358 5189
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com
Website: https://www.wbtdcl.com/