No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আপনার নিজের কলম বঙ্গদর্শনে

    আপনার নিজের কলম বঙ্গদর্শনে

    Story image

    আপনার পছন্দের পোর্টালে এবার আপনারই কলম। আপনার জেলা, ব্লকে, বাড়ির আশেপাশেই ছড়িয়ে আছে নানা অজানা গপ্পের মোহর থুড়ি খবর। কিংবা, হয়তো কোনোদিন চোখে পড়ে গেল এমন কিছু। সেইসব লিখে পাঠান আমাদের। খবরটি হতে হবে ইতিবাচক। সঙ্গে জুড়ে দিন নিজের তোলা ছবি। লিখে পাঠান এমন মানুষদের কথাও যাঁদের প্রতিভা, দক্ষতা, সাফল্যের গল্প অনুপ্রাণিত করে আপনাদের, গর্বিত করে। অথচ, যাঁরা বাস্তবের কাব্যে উপেক্ষিতা। তাহলে আর দেরি নয়, লেখা পাঠান আমাদের। আর চোখ রাখুন বঙ্গদর্শনে। বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানা।

    লেখা পাঠাবার নিয়ম/শর্তঃ

    ১। লেখা পাঠাবেন ইউনিকোড বাংলা হরফে।

    ২। লেখার আয়তন হবে অনধিক ৪০০ শব্দ।

    ৩। লেখার বিষয়বস্তু হতে হবে ইতিবাচক। রাজনৈতিক বিতর্ক, পক্ষপাতদুষ্ট কোনো লেখা পাঠাবেন না। আপনার চারপাশের নানা অজানা, গুরুত্বপূর্ণ খবর লিখে পাঠান আমাদের। 

    ৪। লেখা পাঠান আপনাদের আশেপাশেই লুকিয়ে থাকা স্থানীয় কোনো বিশেষ ব্যক্তিত্বকে নিয়েও। তিনি হতে পারেন দক্ষ শিল্পী, গায়ক, লেখক, কারিগর বা সমাজকর্মী।  

    ৫। লেখার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় ছবি পাঠাবেন। ছবি ছাড়া লেখা গ্রহণ করা হবে না। গুগল বা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি দেবেন না। আর, ছবিগুলো হতে হবে ল্যান্ডস্কেপে।

    ৬। লেখার নিচে আপনার নাম, পদবি, ঠিকানা, জেলার নাম এবং মোবাইল নাম্বার লিখতে ভুলবেন না।

    ৭। লেখাগুলি প্রয়োজনে সম্পাদনা করা হবে। সেক্ষেত্রে দরকারে আপনার দঙ্গে যোগাযোগও করতে পারেন সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

    ৮। লেখা নির্বাচিত হলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব আমরা।  

     

    লেখা পাঠান এই ই-মেইল অ্যাড্রেসেঃ

    editor@bongodorshon.com

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @