মৌসুনি দ্বীপে দুঃস্থদের হাতে খাবার, মাস্ক, স্যানিটাইজার তুলে দিলেন এসএসকেএমের নার্সেরা

করোনার বিরুদ্ধে লড়াই চলছে সর্বত্র। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা অক্লান্তভাবে রোগীদের সেবা করে চলেছেন, মহামারির বিরুদ্ধে সচেতন করছেন সবাইকে। তারই মধ্যে মৌসুনি দ্বীপের অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন এসএসকেএম হাসপাতালের কয়েকজন নার্স।
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি পঞ্চায়েতে প্রায় ৩০ হাজার বাসিন্দা, অধিকাংশ মানুষই গরিব। এখন লকডাউনের ফলে বহু লোকেরই রোজগার বন্ধ। নিয়মিত খাবারেরও বন্দোবস্ত করতে পারছেন না অনেকে। তাঁদের অসহায়তার খবর গিয়ে পৌঁছয় এসএসকেএম হাসপাতালের নার্সদের কাছে। ১১ জন নার্স মিলে সংগ্রহ করলেন ১ লক্ষ ৭০ হাজার টাকা। সেই টাকায় চাল, ডাল, তেল, ডিম, আটা, নুন ইত্যাদি কিনে মৌসুনি দ্বীপে রওনা দিলেন সুজাতা কামিল্লা, স্নেহলতা মুখোপাধ্যায়, শিউলি পাল, আলপনা ঘোড়ুই প্রভৃতি নার্সেরা।
বুধবার সেখানকার প্রায় ৪০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী এবং সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি বিলি করলেন তাঁরা। সঙ্গে চলল সচেতনতার প্রসারও। বিশ্ব মহামারি পরিস্থিতিতে তাঁদের উদ্যোগ এক অভিনব দৃষ্টান্ত তৈরি করল।