No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ফেলুদার পর আবার রুপোলি পর্দায় গোয়েন্দার ভূমিকায় সৌমিত্র 

    ফেলুদার পর আবার রুপোলি পর্দায় গোয়েন্দার ভূমিকায় সৌমিত্র 

    Story image

    অনেক দিন পর সৌমিত্র চট্টোপাধ্যায়-মাধবী মুখোপাধ্যায় জুটিকে বড়োপর্দায় দেখা যেতে চলেছে। দর্শকদের বাড়তি পাওনা, সৌমিত্র এই ছবিতে আসছেন গোয়েন্দা হয়ে। তবে সেই গোয়েন্দার চরিত্রটি পুরোপুরি ইতিবাচক নয়। সেখানেই রয়েছে চমক।

    থ্রিলারধর্মী এই ছবির নাম ‘এবার শল্যজিৎ’। পরিচালনা করছেন রাহুল ও তুহিন সিনহা। ছবি কবে মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি। কেন্দ্রীয় চরিত্র শল্যজিতের ভূমিকায় রয়েছেন সৌমিত্র। তাঁর চরিত্র অনেকটা খলনায়কের মতো। অবশ্যে এর আগেও ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘আগুন’, ‘প্রতিশোধ’-এর মতো ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। 

    ছবিতে দেখা যাবে, প্রাতঃভ্রমণ করতে গিয়ে আলাপ হয় সোম এবং শল্যজিতের। হঠাৎ সোমের মৃত্যু ঘটে। রহস্যের সমাধান করতে গোয়েন্দাগিরি শুরু করেন শল্যজিৎ। এভাবেই গল্প এগিয়ে চলে। 


     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @