No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    একটি করে হাত এবং পা হারিয়েও স্বাধীনতার জন্য লড়ছে এক যোদ্ধা

    একটি করে হাত এবং পা হারিয়েও স্বাধীনতার জন্য লড়ছে এক যোদ্ধা

    Story image

    ঢাকা শহর থেকে অল্প খানিক দূরে সাভার উপজেলায় রয়েছে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এটি। বিজ্ঞানের মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই প্রতিষ্ঠান। এছাড়া নৃবিদ্যা, প্রত্নবিদ্যা, নাট্যচর্চার জন্যও দিকে দিকে নাম ছড়িয়ে পড়েছে। বিখ্যাত কিছু স্থাপত্য এবং ভাস্কর্য অবস্থান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। নতুন কলা ভবনের সামনে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু শহিদ মিনার। সমাজবিজ্ঞান ভবনের সামনে দেখা যায় ভাষা আন্দোলনের স্মরণে তৈরি ভাস্কর্য ‘অমর একুশ’।

    জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটি কালজয়ী ভাস্কর্য ‘সংশপ্তক’। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ে দাঁড়িয়ে আছে এই ভাস্কর্য। কিংবদন্তি শিল্পী হামিদুজ্জামান খান এটি নির্মাণ করেন ১৯৯০ সালে। ‘পাখি পরিবার’, ‘মুক্তিযোদ্ধা’, ‘হামলা’, ‘বিজয় কথন’, ‘ইলিশ মাছ’, ‘শান্তির পায়রা’-র মতো নামকরা সব ভাস্কর্য তাঁরই সৃষ্টি। দক্ষিণ কোরিয়ার সিওলে অলিম্পিক পার্কে রয়েছে হামিদুজ্জামানের ভাস্কর্য ‘স্টেপস’। ২০০৬ সালে তিনি ‘একুশে পদক’ লাভ করেন। আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন হামিদুজ্জামান খান।

     হামিদুজ্জামান খান 

    ‘সংশপ্তক’ মানে এমন সৈন্য, যারা সর্বশক্তি নিয়োগ করে মরণপণ লড়াই চালিয়ে যায়। ‘জয়লাভ অথবা মৃত্যু’ –এই তাদের ব্রত। মহাভারতে এমন সৈন্যদলের কথা আছে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’ ভাস্কর্য স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে। ১৯৯০ সালের ২৬ মার্চ এটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য কাজী সালেহ আহম্মেদ।

    ১৯৭১ সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলার মানুষ সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রতিবেশী দেশ ভারত। রক্তক্ষয়ী যুদ্ধের ফলশ্রুতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। বহু মানুষের আত্মত্যাগ লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসে। নির্ভীক লড়াই চালিয়ে শহিদ হয়েছেন কত বীর যোদ্ধা। তাঁদের সম্মান জানিয়েই নির্মিত হয়েছে এই স্মারক ভাস্কর্য। তার ব্রোঞ্জের শরীরে প্রতিফলিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ভাস্কর্যে দেখা যায়, শত্রুর আঘাতে একটি করে হাত এবং পা হারিয়েও লড়াই চাইয়ে যাচ্ছে এক মুক্তিযোদ্ধা। ঊর্ধে তুলে রেখেছে তার রাইফেল। এই ভাস্কর্য সিরামিক ইটের উঁচু মঞ্চের ওপর দাঁড়িয়ে। বাংলাদেশের নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করে চলেছে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @