No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ব্রিটেন, স্লোভাকিয়া, জার্মানি, ইরান, ভারত – বুধবার দেখা যেতে পারে যে ছবিগুলি... 

    ব্রিটেন, স্লোভাকিয়া, জার্মানি, ইরান, ভারত – বুধবার দেখা যেতে পারে যে ছবিগুলি... 

    Story image

    কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই সিনেপ্রেমীদের পাগলামি শুরু। হাতের নাগালেই খুঁজে খুঁজে দেখে নেওয়া প্রিয় পরিচালকের ছবি থেকে এই মুহূর্তে কোন দেশ কী ভাবছে, তা নিয়ে একটা স্পষ্ট ধারণা। উৎসবের কয়েকটা দিন রবীন্দ্র সদন-নন্দন চত্বরে সিনেমা নিয়ে গড়ে ওঠে বিভিন্ন আড্ডা। আগামীকাল অর্থাৎ ১৩ নভেম্বর মঙ্গলবার কোন কোন ছবিগুলি দেখা যেতে পারে তার একটা তালিকা দেওয়া হল। টিম বঙ্গদর্শন তাদের গবেষণার মাধ্যমে এই ছবিগুলি বেছে নিয়েছে। তবে শিল্প কখনোই একরৈখিক হতে পারে না। কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনি। পাশাপাশি এই লিস্টেও একবার নজর দেওয়া যেতে পারে।

    বিখ্যাত আমেরিকান পরিচালক কেন লোয়াচের বহু প্রশংসিত ছবি ‘সরি উই মিসড ইউ’ অবশেষে কলকাতার মাটিতে। রাজনীতি এবং অর্থনীতির মিশেলে সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে এই ছবিটি নির্মাণ করেছেন লোয়াচ। কানে এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৬ মে এবং ব্রিটেনে ১ নভেম্বর। কলকাতার দর্শকদের জন্য এই ছবি বাড়তি পাওনা তো বটেই। আগামীকাল সন্ধে ৭-১৫-তে নন্দন ১-এ দেখানো হবে।

    কীভাবে বেঁচে ছিলেন সেকালের বৃদ্ধরা, কীভাবে বেঁচে থাকার কথা বলেছিলেন – সেই সময়ের কিছু প্রবীণ মানুষরা চেকোস্লোভাকিয়া দেশে কতটা প্রান্তিক ছিলেন সবকিছুই উঠে এসেছে ডুসান হানাক-এর ১৯৭২ সালে নির্মিত স্লোভাক তথ্যচিত্র ‘পিকচার্স অফ দ্য ওল্ড ওয়ার্ল্ড’। এই বিখ্যাত ছবিটিই দেখানো হবে নন্দন ২-এ সকাল ১১-১৫য়।

    ফাতি আকিনের জার্মান থ্রিলার ‘দ্য গোল্ডেন গ্লোভ’। ছবিটি এই বছরই ২১ ফেব্রুয়ারি জার্মানিতে মুক্তি পেয়েছিল। একজন জার্মান সিরিয়াল কিলারকে নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। রবীন্দ্র সদনে আগামীকাল সন্ধে ৭-৩০টায় এই ছবিটি কনটেম্পোরারি জার্মানি বিভাগে দেখানো হবে।

    ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে নজরুল তীর্থে সকাল ১১টায় আগামীকাল দেখানো হবে আমির আথার সহেইলির ইরানিয়ান ছবি ‘উওমেন রান উইথ দ্য উল্ভস’। এটিই পরিচালকের প্রথম ছবি। 

    প্রায় ১৬ বছর পর রাখি গুলজার আবার বাংলা ছবিতে অভিনয় করলেন। পরিচালক গৌতম হালদারের ছবি ‘নির্বাণ’-এ বিজলীবালার চরিত্রে দেখা যাবে রাখিকে। বাংলা ভাষায় তৈরি এই ছবিটি দেখা যাবে মিনার প্রেক্ষাগৃহে বেলা ১২টায়।

    এ বছর চলচ্চিত্র উৎসব শ্রদ্ধা জানাচ্ছে প্রয়াত চিত্র-পরিচালক মৃণাল সেনকে। মৃণাল সেনের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘ভুবন সোম’ দেখানো হবে টালিগঞ্জের চলচ্চিত্র শতবর্ষ ভবনে সন্ধে ৬টায়। উৎপল দত্ত অভিনীত এই ছবিটি জাতীয় পুরস্কারেও ভূষিত হয়। 

    আবারও বলি, কোন ছবি দেখবেন, কোন ছবি দেখবেন না, তা শেষমেশ বিচার করবেন আপনি।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @