একঝাঁক কচি-কাঁচার ওড়ার আকাশ বুনছেন শিলাজিৎ

বোলপুর থেকে আরো ২০ কিমি উজিয়ে গেলে গড়গড়িয়া। তার পাশে বনক্ষতিপুর গ্রাম। এই গ্রামেই নিজের উদ্যোগে একটি গানের পাঠশালা খুলে ফেলেছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ। গ্রামের কচি-কাঁচারা সেই পাঠশালায় ভিড় জমায়। গান শেখে। গানের পাশাপাশি এই ছোট্টদের ছোটো ছোটো নানা সাধ-আহ্লাদ পূরণের ব্যবস্থাও করে শিলাজিতের উদ্যোগে গড়ে ওঠা সংস্থা ‘নৌকা’। গানে-মজায়-হুল্লোড়ে গ্রামের পরিবেশটাকেই যেন বদলে দিয়েছেন শিলাজিৎ। গড়গড়িয়াতে তাঁর ঠাকুরদার বাড়ি। ফলে, এই লাল মাটির সঙ্গে শিকড়ের যোগও তাঁর আছে। গ্রামে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছোটো-ছোটো ছেলেমেয়েদের যদি অন্যরকম একটা ভবিষ্যৎ দেওয়া যায়, সেই চেষ্টাই যেন করছেন তিনি। ভালোবেসে গানের পাশাপাশি তাই খেয়াল রাখছেন তাদের পড়াশোনার দিকটাও।
এই উদ্যোগের জন্য বেশ কয়েকদিন ধরেই পরিকল্পনা সাজিয়েছেন শিলাজিৎ। কেউ অটোগ্রাফ চাইলে তার বিনিময়ে সামান্য কিছু টাকা নিচ্ছেন তিনি। সেই টাকা থেকেই চলছে এই কচি-কাঁচাদের ঘিরে উদ্যোগ। বনক্ষতিপুর গ্রামের উন্নতির চেষ্টাও তিনি করছেন একইসঙ্গে। এ যেন একঝাঁক ছোটো ডানার পাখিদের নিয়ে একটা বড়ো উড়ানের প্রস্তুতি। শিলাজিৎ স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেনও।
ছবি: শিলাজিৎ-এর ফেসবুক পেজ থেকে